আমাদের কথা খুঁজে নিন

   

সেভ দ্যা চিল্ড্রেন আয়োজিত অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি সাংবাদিকদের

সত্য সন্ধানে সর্বদা নির্ভিক

ঢাকা, ২২ এপ্রিল, ফোকাস বাংলা নিউজঃ বৃহস্পতি বার জাতীয় প্রেস কাবে সেভ দ্যা চিলড্রেন ও গনসারতা অভিযানের আয়োজনে ‘এ ন্যাশনাল প্রাওরিটি ফর ইএফএ রিচিং দ্যা ভালনার‌্যাবল চিলড্রেন’ শীর্ষক গোল টেবিল আলোচনায় আমন্ত্রিত ও টেলিভিশন সাংবাদিক ব্যতিত কোন সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার জাতীয় প্রেস কাবের ভিআইপি লাউঞ্জে সকাল ১১ টায় অনূষ্ঠান শুর“ হলে ১০/১৫ জন সাংবাদিক অনুষ্ঠান কে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে পরিচয় পত্র দেখালে অভ্যর্তনার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বলেন, আপনারা সাংবাদিক হলেও আমন্ত্রন ব্যতিত আপনারা ঢুকতে পারবেন না। সাংবাদিকগন তাদের নিয়মিত কর্মপরিকল্পনার কথা বললে তিনি আরো বলেন, আপনাদের বড় সাংবাদিক মাহফুজ আনাম সাহেব এখানে আছেন আপনাদের প্রয়োজন নাই। পরে সাংবাদিকরা ঐ ব্যক্তির নাম ও মোবাইল নম্বর চাইলে তিনি বলেন, তার কোন মোবাইল নম্বর ও নাম নাই, তিনি অনেক ব্যস্ত লোক।

এসময় শীর্ষ নিউজের রিপোর্টার এস এস খালিদ হোসেন, ডেইলি ইন্ডিপেন্ডের বনানী মল্লিক, আজকালকের খবরেরজহুর“ল হক, বাংলাদেশ প্রতিদিনের নিবারন নিবু ্ওএমএস নিউজের জান্নাতুল ফেরদৌস পান্নাসহ আরো অনেক সাংবাদিক সেমিনার করে বাইরে অব¯’ান করে। পরে সেমিনার করে বাইরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন উক্ত গোলটেবিল আলোচনা সভার প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গনশিা মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। তিনি সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইসতিহারে ২০১৫ সাল উল্লেখ থাকলেও ২০১৩ সালের মধ্যে বাংলাদেশকে নিরর মুক্ত করা হবে। তিনি আরো বলেন, ২০১১ সালের মধ্যে আরো ৩ হাজার নতুন প্রাথমিক বিদ্যালয় ¯’াপন করা হবে। তিনি কর্মজীবি শিশু ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিার উপর গুর“ত্ব দিয়ে বলেন, পৌর সভা ব্যতীত দেশে মোট ৮০ শতাংশ শিশুকে মাসিক ১০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।

প্রথামিক স্তর হতে শিার্থী ঝরে পড়ার কারণ হিসাবে তিনি বলেন, দারিদ্রতা, খাদ্যের অভাব ও শিার চেয়ে কাজের গুর“ত্ব বেশি দেওয়ায় এসকল শিশু শিা জীবন থেকে ঝরে পড়ছে। তিনি বলেন, বর্তমান সরকার এসব সমস্যার সমাধান করে সকল শিশুকে শিার মৌলিক অধিকার পৌছে দিবে। দেশের ১৯ হাজার গ্রামে প্রাথমিক শিার সুযোগ এখনো পৌছায়নি কেন এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ১৯ হাজার গ্রাম কোন সরকারী হিসাব নয়, এটা সর্বো”চ ৩ হাজার হতে পারে যা সরকার আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। এদিকে গোল টেবিল বৈঠকে দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, তত্ববাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গনশিা অভিযানের প্রোগ্রাম ব্যব¯’াপক তপন কুমার দাস, সেভ দ্যা চিলড্রেনের শিা বিষয়ক পরিচালক হাবিবূর রহমান উপ¯ি’ত ছিলেন বলে জানা যায়। তবে অলোচনা সভার কোন বক্তব্য পাওয়া যায়নি।

রানা হানিফ/ ফোকাস বাংলা নিউজ/ ১৬৪০ঘ. ঢাকা, ২২ এপ্রিল, ফোকাস বাংলা নিউজঃ বৃহস্পতি বার জাতীয় প্রেস কাবে সেভ দ্যা চিলড্রেন ও গনসারতা অভিযানের আয়োজনে ‘এ ন্যাশনাল প্রাওরিটি ফর ইএফএ রিচিং দ্যা ভালনার‌্যাবল চিলড্রেন’ শীর্ষক গোল টেবিল আলোচনায় আমন্ত্রিত ও টেলিভিশন সাংবাদিক ব্যতিত কোন সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার জাতীয় প্রেস কাবের ভিআইপি লাউঞ্জে সকাল ১১ টায় অনূষ্ঠান শুর“ হলে ১০/১৫ জন সাংবাদিক অনুষ্ঠান কে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে পরিচয় পত্র দেখালে অভ্যর্তনার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বলেন, আপনারা সাংবাদিক হলেও আমন্ত্রন ব্যতিত আপনারা ঢুকতে পারবেন না। সাংবাদিকগন তাদের নিয়মিত কর্মপরিকল্পনার কথা বললে তিনি আরো বলেন, আপনাদের বড় সাংবাদিক মাহফুজ আনাম সাহেব এখানে আছেন আপনাদের প্রয়োজন নাই। পরে সাংবাদিকরা ঐ ব্যক্তির নাম ও মোবাইল নম্বর চাইলে তিনি বলেন, তার কোন মোবাইল নম্বর ও নাম নাই, তিনি অনেক ব্যস্ত লোক।

এসময় শীর্ষ নিউজের রিপোর্টার এস এস খালিদ হোসেন, ডেইলি ইন্ডিপেন্ডের বনানী মল্লিক, আজকালকের খবরেরজহুর“ল হক, বাংলাদেশ প্রতিদিনের নিবারন নিবু ্ওএমএস নিউজের জান্নাতুল ফেরদৌস পান্নাসহ আরো অনেক সাংবাদিক সেমিনার করে বাইরে অব¯’ান করে। পরে সেমিনার করে বাইরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন উক্ত গোলটেবিল আলোচনা সভার প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গনশিা মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। তিনি সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইসতিহারে ২০১৫ সাল উল্লেখ থাকলেও ২০১৩ সালের মধ্যে বাংলাদেশকে নিরর মুক্ত করা হবে। তিনি আরো বলেন, ২০১১ সালের মধ্যে আরো ৩ হাজার নতুন প্রাথমিক বিদ্যালয় ¯’াপন করা হবে। তিনি কর্মজীবি শিশু ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিার উপর গুর“ত্ব দিয়ে বলেন, পৌর সভা ব্যতীত দেশে মোট ৮০ শতাংশ শিশুকে মাসিক ১০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।

প্রথামিক স্তর হতে শিার্থী ঝরে পড়ার কারণ হিসাবে তিনি বলেন, দারিদ্রতা, খাদ্যের অভাব ও শিার চেয়ে কাজের গুর“ত্ব বেশি দেওয়ায় এসকল শিশু শিা জীবন থেকে ঝরে পড়ছে। তিনি বলেন, বর্তমান সরকার এসব সমস্যার সমাধান করে সকল শিশুকে শিার মৌলিক অধিকার পৌছে দিবে। দেশের ১৯ হাজার গ্রামে প্রাথমিক শিার সুযোগ এখনো পৌছায়নি কেন এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ১৯ হাজার গ্রাম কোন সরকারী হিসাব নয়, এটা সর্বো”চ ৩ হাজার হতে পারে যা সরকার আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। এদিকে গোল টেবিল বৈঠকে দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, তত্ববাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গনশিা অভিযানের প্রোগ্রাম ব্যব¯’াপক তপন কুমার দাস, সেভ দ্যা চিলড্রেনের শিা বিষয়ক পরিচালক হাবিবূর রহমান উপ¯ি’ত ছিলেন বলে জানা যায়। তবে অলোচনা সভার কোন বক্তব্য পাওয়া যায়নি।

রানা হানিফ/ ফোকাস বাংলা নিউজ/ ১৬৪০ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।