পরজীবীর মত বেঁচে আছি। সবার শ্রম আর ঘামের উপর দখলদারিত্ব করে। আমার মত অসৎ সকলে, যারা উৎপাদন ও শ্রমের সাথে যুক্ত না হয়ে বেঁচে থাকে।
ভোলায়------চলছে দুই কুকুরের লড়াই।
এ লড়াই বেশ জমে উঠেছে।
উদ্দেশ্য সংসদ সদস্য হওয়া। আর হতে পারলে --তাঁর এজীবনে কোনো কিছুর অভাব হবে না।
নারী (রক্ষিতা বা পতিতা), গাড়ী, বাড়ি ও অর্থ সম্পদসহ সকল কিছু সে পাবে।
এমন সুযোগ ও রমরমা ব্যবসা কে হাত ছাড়া করতে চায়, বলুন?
এদেশের রাজনৈতিক কালচার কি বলে?
মিথ্যা বলিনি ভাই, এ কথাগুলো চরম সত্য।
তবে দু-চার জন ব্যতিক্রম যে নেই, তা বলছিনে।
আর সেই ব্যতিক্রমদের খোঁজ নিলে দেখা যাবে যে, তারা এক সময়ে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিল। তারপর পঁচে গিয়ে দুই কুকুরের দলে ভিড়েছে।
http://www.biplobiderkotha.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।