<<মধ্যরাতের হাইওয়ে>>
দয়া করে কেউ আমাদেরকে গণতান্ত্রিক বলেবন না। আমার ভীষণ লজ্জা লাগে, যখন দেখি আমরা নিজেদের গণতান্ত্রিক বলে আখ্যায়িত করি। ধিক্কার দেই ওইসব তথাকিথত রাজনীতিবিদদের, যারা বাগাড়ম্বর করে বেড়ায়- নিজেদের গণতান্ত্রিক বলে। কে বলে আমরা গণতান্ত্রিক ? যদি তাই হয়, তবে আমরা নিজের মৌলিক অধিকার আদায়ের দাবি জানাতে পারব না কেন? কেন পুলিশের সামেন নিরীহ জনতা সরকারদলীয় সন্ত্রাসীদের হাতে মার খাবে ? আবার যারা নির্যাতিত তাদেরেকই পুলিশ গ্রেপ্তার করবে? ছাত্ররা কেন অপরাজনীতির শিকার হবে ? শিক্ষক, ডাক্তার এবং আইনজীবিরা কেন নগ্ন রাজনীতির দলীয় লেজুড়বৃত্তি করবে? সাধারণ মানুষ কেন তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে? সন্ত্রাসীরা কেন সাংবাদিকদের তাড়া করবে ? মুক্তিযুদ্ধের চেতনা চেতনা করে যারা গলা ফাটিয়ে বেড়াচ্ছেন, খুব জানতে ইচ্ছা করে তারা কোন চেতনাটার বাস্তবায়ন করছেন? আর কত ভন্ডামি আমরা সহ্য করব ? তবে কি ৩০ লক্ষ শহীদের রক্ত আজ বৃথা? তবে কি আড়াই লক্ষ মা-বোনের ইজ্জতের দাম এই ভন্ডামির খোলসে ভরা গণতন্ত্র ? এ তো গণতন্ত্র নয়। কেননা, গণতেন্ত্রর রূপ এত কদর্য হতে পারে না।
এ হচ্ছে ফ্যাসীবাদ। আপনার বিবেককে জিজ্ঞেস করুন, আমরা কি গণতান্ত্রিক ? ৩৯ পেরিয়ে ৪০ এ আমরা , তবুও স্বাধীনতার প্রকৃত স্বাদ জাতি এখনো পেল না। আমরা কি এখনো বুঝিনি, যে তারা আমাদেরকে গণতন্ত্র উপহার দিতে পারবে না ? ............
আসুন আমরা ব্যক্তিগত পর্যায় থেকেই গণতেন্ত্রর চর্চা শুরু করি। অন্যের মতকে প্রাধান্য দিতে শিখি। আমাকে বুঝতে হবে, আমিই সব না।
আমি মাত্র একজন। আমি মত প্রকাশ করব, কিন্তু আমার মতকে অন্যের উপর জোরপূর্বক চাপিয়ে দেব না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।