আমাদের কথা খুঁজে নিন

   

খাম নং-১৩১১ : ব্যাংক ড্রাফট নাই



আজ ২৪ এপ্রিল । ওয়াসার নিয়গ পরীক্ষা । পরীক্ষার কার্ড না পেয়ে আমার এক বন্ধু গত বুধ বার গেল ওয়াসা ভবনে । ভেবে ছিল ঠিকানা খুঁজে না পেয়ে ফেরত গেছে চিঠি। সে ভাবনায় গুড়েবালি ।

খবর মিলল তার ফরমটি বাতিল হয়েছে কারন তাতে মূল ব্যাংক ড্রাফট নাই। আছে ব্যাংক ড্রাফটের ফটোকপি। how funny !. সে তো নিজে গিয়ে জমা দিল আবেদন ফর্ম। তা হলে মূল কপি বিবর্তিত হয়ে ফোটকপি হলো কি রূপে। হায়রে ওয়াসা, হায়রে সরকারী কর্মচারী ।

৫০০ টাকার লোভের কাছে পরাজয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।