আমাদের কথা খুঁজে নিন

   

আজ হার্ট লকারে ছিলনা কোন ডেল্টা কোম্প্যানি, ব্র্যাভো কোম্প্যানি হয়তো ভবিষ্যতেও থাকবেনা কোন আলফা কোম্প্যানি।

^^^^^^^^^

কমপক্ষে ষাটজন মানুষের নিথর দেহ। শত শত মানুষের আহত মানুষের কান্নায় ভারী বাগদাদের পরিবেশ, দ্যা হার্ট লকার। সে লকারে আজ আমেরিকানরা কার্পেট বোম্বিং করছেতো কাল লকারে বন্দীরা নিজেরাই নিজেদের বোমার আঘাতে উড়িয়ে দিচ্ছে। যেন সেখানে প্রত্যেকেই জানে আজ নয়তো কাল তার হাতটি উড়ে যাবে রাস্তার ওপারে বা চেয়ে চেয়ে দেখবে তার নাড়িভূড়ি শরীর থেকে বের হয়ে সাদা পাথুরে ভূমিকে রক্তাক্ত করছে। ইরাক যুদ্ধপরবর্তী অবস্থা নিয়ে তৈরী গত বছরের একাডেমি এওয়ার্ড পাওয়া চলচ্চিত্র 'দ্যা হার্ট লকারে' দেখানো রাস্তায় রাস্তার পেতে রাখা বোমাগুলোই যেন বাস্তব হয়ে ফাটছে প্রতিনিয়ত। শুধু একটি ক্ষেত্রে ব্যতিক্রম। সেখানে কোন ডেল্টা কোম্প্যানি বা ব্র্যাভো কোম্প্যানি থাকেনা বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য অথবা একজন উইলিয়াম জেমস। দ্যা হার্ট লকার সত্যিই করুণ এক জায়গা, যেখানে মানুষগুলো হয়তো প্রতি কদমে ভাবে তাদের পা'টি নিরাপদে মাটি থেকে উঠবেতো, কোন গাড়ি দেখলেই হয়তো ভাবে সেটি চলন্ত বোমা। নয়তো সবই স্বাভাবিক তাদের কাছে। যাদের ফিলিংস'ই অন্য কোথাও লকড! আজকের সিরিজ বোমা বিষ্ফোরনের খবর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।