আমাদের কথা খুঁজে নিন

   

২টা জোকস (এক্সট্রিম, ১৮++)

আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!

ডিসক্লেইমার: মেলাদিন পর নতুন দুইটা পেলাম, ভাবলাম শেয়ার করে যাই ব্লগে। তবে আমার আগে কেউ দিয়ে থাকলে আমি দুঃখিত, পোস্ট করাটা সেক্ষেত্রে নেহায়াতই এক্সিডেন্ট!! ******************* ভিয়েতনাম যুদ্ধের সাত বছর পরের কথা। আমেরিকার সেনাবাহিনীতে জেনারেলের সংখ্যা অতিরিক্ত রকমের বেড়ে গেছে। তাই সরকারের পক্ষ থেকে জেনারেলদের আরলি রিটায়ারমেন্টের জন্য নতুন পলিসি ঘোষণা করা হল- # এককালীন ১মিলিয়ন ডলার দেয়া হবে # শরীরের যেকোন দুইটা বিন্দুর মধ্যবর্তী দুরত্ব যত ইঞ্চি (জেনারেলের ইচ্ছামাফিক দুইটা পয়েন্ট), তত হাজার ডলার দেয়া হবে। ভাল কথা।

প্রথম যে জেনারেল রিটায়ার করতে আসলেন, তিনি চাইলেন তার উচ্চতার সমান অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত দুরত্বের সমান ডলার। মাপা হল, ৭ফিট। পেলেন তিনি ৮৪ হাজার ডলার সেকেন্ড জেনারেল আসলেন। তিনি দুইহাত ছড়িয়ে বললেন সর্বোচ্চ বিস্তারের সমান ডলার তিনি চান। মাপা হল, ৮ ফিট ৫ ইঞ্চি।

দেয়া হল তাকে ১লক্ষ ১ হাজার ডলার। পরেরজন চরম পোংটা। তিনি চাইলেন তার পে**এর মাথা থেকে বলগুলো পর্যন্ত যে দুরত্ব সেই পরিমাণ ডলার। এরকম বয়স্ক একজন মানুষের এই দুরত্ব সবার সামনে মাপা খারাপ দেখায়, তাই তাকে আর্মি হসপিটালে মেপে আসতে বলা হল। সেখানে ফিল্ড মার্শালের সামনে তার প্যান্ট খুলে দেখা গেল তার বলস একটাও নেই।

'জেনারেল, আপনার বলস কোথায়? বাসায় রেখে এসেছেন? নিয়ে আসুন, ডিসটেন্স মাপতে হবে। ' জেনারেল: 'সরি, তা সম্ভব না, বলসদুইটাই ভিয়েতনামে রয়ে গেছে। ' ***************** এক মহিলা এক ডাক্তারের প্রেমে পড়েছে। এক পর্যায়ে মহিলা গর্ভবতী হয়ে পড়ল। কিন্তু ডাক্তার বা মহিলা কেউই সন্তান চাচ্ছিলনা তখন, আবার গর্ভপাতও করতে চাচ্ছিলনা।

৯মাস পর যখন বাচ্চা হওয়ার সময় হল, মহিলা হসপিটালে ভর্তি হল, একইদিনে স্হানীয় চার্চের ফাদারও ভর্তি হলেন টিউমার অপারেশন করাতে। ডাক্তার মহিলার ডেলিভারি করিয়ে বলল মহিলাকে 'আস এক কাজ করি, ঐ ফাদারকে বলি, ওর আসলে টিউমার ছিলনা, ওর একটা বেবি হয়েছে আসলে। ' তো মহিলা বলল, 'ধুৎ, তাও হয় নাকি, ও তো একটা ছেলে। ' ডাক্তার বলল, 'আরে ব্যাপার না, ওকে বুঝিয়ে বলব, এটা একটা মিরাকেল, রেয়ার হয়, আমরা কাউকে বলি না। ' সেই মত।

তো ডাক্তার ব্যাটা, ফাদারকে যখন বলল, ফাদারের তো মাথায় হাত, এও হয়! যাকগে, পেইন (!) কমার পর নবজাতক নিয়ে ফাদার চার্চে ফিরলেন! ১৫বছর পর। ফাদার ঠিক করলেন, ছেলেটাকে এবার তার জন্মের সত্যিকারের ইতিহাস খুলে বলেবেন। তো তিনি ছেলেকে ডেকে বললেন, 'বাবা, আমি আসলে এতদিন মিথ্যা বলেছি তোমাকে, আমি আসলে তোমার বাবা না। ' ছেলে তখন বলল, 'তাহলে কে আমার বাবা?' ফাদার বললেন, 'আমি আসলে তোমার মা, আর্চবিশপ তোমার আসল বাবা!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।