আমি একজন অতি সাধারণ মানুষ। জীবনের ইচ্ছা বা স্বপ্ন বা ভাবনা গুলি হয়তো বা কোনদিন বাস্তবে রূপান্তরিত করতে পারবো না তাই ব্লগ লিখে আমি আমার ইচ্ছা /স্বপ্ন/ ভাবনা গুলো প্রকাশ করি।
''বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে'' এই কথাটি শুনলে আমার বুকের ভিতর চমকে উঠে কারণ
#না জানি কোন মায়ের কোল খালি হলো ।
#না জানি আমার কোন বন্ধু আহত বা নিহত হলো।
এখন এই অনাকাঙ্কিত ঘটনার জন্য আমি কাকে দায়ি করবো
#এই শিক্ষিত বলদ গুলোকে নাকি অন্য কাউকে যেমন তার নিজের পরিবারকে ।
আমি এই কথা বলার কারণ
#এই যুগে মিডিয়াগুলো খুব সক্রিয় তারা প্রতিমুহূর্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারামারি লাইফ ভিডিও দেখায় আর সেই ভিডিও অনেক পরিবার দেখে । আর তাই প্রতিটি পরিবার উচিত তার সন্তানকে কঠোরভাবে সতর্ক করা। যদিও অনেক পরিবার জানতে পারে না তার ছেলে দলের সাথে যু্ক্ত কি না ।তাই প্রতিটি পরিবারে উচিত তার ছেলের বদ্ধু্দের মোবাইল নম্বার বা পরিচিত করো মোবাইল নম্বার রাখা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।