আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়-বাংলাওয়ার্ড-অভ্রঃ আমার বাংলা লেখনির ক্রমধারা

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

মোস্তাফা জোব্বার নিজের সন্মানটা নিজেই হারাচ্ছেন। আমরা কেউ তার অবদান অস্বীকার করছি না, বিজয় উনি বানিয়েছেন নাকি কোন কোডারকে চাকুরি নিয়োগ দিয়ে বিজয় বানিয়েছেন, এটা কোন প্রশ্ন নয়, কিন্তু অভ্র পাইরেটেড, তার লেআউট চুরি করে বানানো, এই কথাগুলির বিপক্ষে। আমিও কিছুটা সন্দিহান ছিলাম ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে, কিন্তু অভ্র-র স্রস্টার এই পোষ্টেঃ "ভাষা উন্মুক্ত হবেই" পড়ে ব্যাপারটা ক্লিয়ার হলাম। আমি ব্যক্তিগতভাবে বিজয় সর্বচ্চ একমাস ব্যবহার করেছি সেই ২০০২ এর দিকে, পিসি কেনার সময় বিজয় সেটআপ দেয়া ছিলো, কিন্তু কম্পিউটারে অপটু হওয়ার মাঝে মাঝেই ওএস সেটআপ দিতে হত, তখন এই বিজয় সেট আপ দিলে পিসি রিস্টার্ট দেয়া লাগতো, যা তখন থেকেই বিরক্তি এনে দিয়েছিলো।

মনে হত এক হাত বাঙ্গীর তের হাত বিচি, কারন অনেক বড় সফটওয়ারও সেটআপের পর পিসি রিস্টার্ট দিতে হত না, আর এটায় লাগতো। এছাড়া যেভাবে কিবোর্ডের বাটনগুলি গুলি মুখস্থ রাখতে হয়, শেষ মাফ চেয়ে বিজয় আউট করে দিয়েছি, আর ইন্জিনিয়ারিং পড়াশুনাতে ইংরেজিতে লেকচার+পরীক্ষা হওয়ায় বাংলা লেখা লাগতো না, তাই বিজয়কে তাড়াতে পেড়েছিলাম। এরপরও বাংলা লিখবো, পিসি কিনলাম, একটা ইগো কাজ করতো, পরে পেলাম বাংলা ওয়ার্ড নামক সফটওয়ার, যেটা অভ্র এর সাথে পরিচিত হবার আগ পর্যন্ত (এখনও এটা কিছু কিছু কাজে ব্যবহার করি) ব্যবহার করতাম। এরপর এলো অভ্র , যেন পানির মত সহজ করে দিলো বাংলা লেখাকে। এখন অহেতুক বাংলা যে লিখি এই ভার্চুয়াল জগতে, সেটা অভ্র থেকেই আসা।

কারন লেখাটা এত সহজ না হলে, আমিও বাংলা লেখা থেকে দুরে থাকতাম। হয়ত লিখতাম, কিন্তু একেবারে ঠেকায় না পড়লে। এভাবে হয়ত ব্লাগানোও হত না, আবার ফেসবুকে যখন তখন বাংলায় স্টাটাস, লিংক/ছবিতে শিরোনাম, নোটস লেখা হতো না। অভ্র এসে বাংলা লেখাকে সহজ করে দেওয়াতেই এখন যেমন ইচ্ছা, যখন ইচ্ছা বাংলায় লিখি। পরিশেষে,>>>>>>>>>>>>>> কিবোর্ড কে কোনটা ব্যবহার করবে, এটা সবারই ব্যক্তিগত সিদ্ধান্ত।

বিজয়/অভ্র সহ যে সব সফটওয়ারে বাংলা লেখা যায়, এগুলো কেও কারো প্রতিদ্বন্দি না হয়ে পারস্পারিক সহায়ক হওয়া উচিত, কারন এগুলি বাংলা ভাষার সম্পদ এই ভার্চুয়াল যুগের কলম হিসাবে। কিন্তু মোস্তাফা জোব্বারের ব্যবসায়ীক মানসিকতার কারনে প্রযুক্তিবিদ মোস্তাফা জোব্বার এর উজ্জ্বলতা-মর্যাদার হানি হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।