বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা।
এই বৈশাখে,
এই বৈশাখে,
সাগরের বুকে
উঠবে প্রথম যে ঢেউ,
সেটা তোর জন্য ।
এই বৈশাখে,
আকাশের বুকে
ফুটবে প্রথম যে তারা
সেটা তোর জন্য ।
এই বৈশাখে,
সবুজ কাননে
গন্ধ ছড়াবে যে ফুল
সেটা তোর জন্য ।
এই বৈশাখে,
দূর নীলাকাশে
উড়বে প্রথম যে পাখি
সেটা তোর জন্য ।
এই বৈশাখে,
উত্তরের দিকে
প্রথম বইবে যে দক্ষিনা বাতাস
সেটা তোর জন্য ।
এই বৈশাখে,
প্রথম হবে যে
রুদ্র কালবৈশাখী
সেটা তোর জন্য ।
এই বৈশাখে,
প্রথম পাব যে
আম কুড়ানোর সুখ
সেটা তোর জন্য ।
এই বৈশাখে,
প্রথম খাব যে
পান্তা-ইলিশ
সেটা তোর জন্য ।
এই বৈশাখে,
প্রথম পাকবে যে
আম কাঠাল
সেটা তোর জন্য ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।