আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।
ফেসবুকে ঘুরতে ঘুরতে কাগুর পেইজে চলে গেলাম।
আমাদের কিছু নেই। মোস্তফা জব্বারের মত উঁচু মহলে উঠা-বসা নেই, নেই হোমরা চোমরাদের সাথে খাতির। উনার মত আমাদের প্রিন্টিং আর ইলেক্ট্রনিক্স মিডিয়াতে অবাধ বিচরণ নেই।
আমাদের পকেট ভর্তি ভাষা বিক্রির কাঁড়ি কাঁড়ি টাকাও নেই। আমাদের এসব কিছুই নেই। তবু আমি আমাদের নিঃস্ব ভাবি না। আমাদের যা আছে তা মোস্তফা জব্বারের কখনো ছিল না, কখনো হবে না। আমাদের আছে ঐক্য, মাতৃ ভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা আর আছে অভ্র নামের কী-বোর্ড।
যখনই কেউ মিথ্যার হুংকারে সত্যের গলা টিপে ধরতে চাইবে আমি আমার কী-বোর্ডে গুঞ্জন তুলব। আমি জানি আমার মত হাজার হাজার মানুষ তাদের কী-বোর্ডে গুঞ্জন তুলবে। আমাদের সম্মিলিত গুঞ্জন হয়ে যাবে মিছিল। আর সে মিছিলের শ্লোগানের তোড়ে ভেসে যাবে যত অসত্যের পাপাচার, ভেসে যাবেই।
লেখাগুলো আমার না ব্লগার মানুষ ভাইয়ের পোষ্ট থেকে ওনার অনুমতি না নিয়েই পোষ্ট দিলাম।
সরি মানুষ ভাই ছবি গুলোর সাথে আপনার লেখা গুলো যায় তাই কপি করে দিয়ে দিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।