আমাদের কথা খুঁজে নিন

   

২ বিচারপতিকে শপথ না পড়ালে প্রধান বিচারপতির শপথ ভঙ্গ হবে: সুরঞ্জিত



সদ্য নিয়োগপ্রাপ্ত হাইকোর্টের ১৭ বিচারপতির মধ্যে অবশিষ্ট দুই বিচারপতিকে শপথ না পড়ালে প্রধান বিচারপতিরই শপথ ভঙ্গ হবে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত। আজ বুধবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, সংবিধানের ১৪৮ ধারা অনুসারে রাষ্ট্রপতির অনুমোদনের পর ১৭ জন বিচারপতিকেই শপথ পড়ানো প্রধান বিচারপতির সাংবিধানিক দায়িত্ব। এ সময় তিনি আরো বলেন, যে সব অভিযোগের ভিত্তিত্তে প্রধান বিচারপতি তাদের শপথ পড়াননি তার এখতিয়ার সংবিধান তাকে দেয়নি। প্রসঙ্গত, গত ১১ এপ্রিল রাষ্ট্রপতি জিল্লুর রহমান দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে ১৭ জনকে নিয়োগ দেন।

রোববার সকালে রুহুল কুদ্দুস ও মো. খসরুজ্জামান ছাড়া ১৫ জন বিচারপতিকে শপথ বাক্য পড়ান প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। এ পরিস্থিতিতে সংবিধান, ঐতিহ্য এবং প্রথাকে সমুন্নত রেখে প্রধান বিচারপতি সৃষ্ট সমস্যার সমাধান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, সংবিধান অনুসারে তিনি এখনো তাদের শপথ বাক্য পাঠ করাতে পারেন। ব্রিফিংয়ে এই সংকট উত্তরণে দেশের প্রখ্যাত আইনজীবী, বার এসোসিয়েশন ও আপিল বিভাগের বিচারপতিদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি বলেন, ওই দুই বিচারপতিকে শপথ না পড়ানোয় যে সংকট সৃষ্টি হয়েছে তা যদি এখনই মেটানো না যায়, তবে তা আরো গভীর হবে।

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, বর্তমানে সর্বোচ্চ আদালত দ্বিধাবিভক্ত হয়ে গেছে। আপিল বিভাগের কোনো বিচারপতি ১৫ বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনও দ্বিধা বিভক্ত। এর ফলে দেশের গণতন্ত্র ব্যাহত হবে। তাই সবাইকে গঠনমূলক মনোভাব নিয়ে এ সমস্যার সমাধান করতে হবে।

তিনি বলেন, সংবিধানের ৯৫ ধারায় বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে- হাইকোর্টে কমপক্ষে ১০ বছর আইনি পেশা চর্চার অভিজ্ঞতা থাকলে রাষ্ট্রপতি তাকে বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন। আইনে না থাকলেও প্রথা অনুযায়ী বিচারপতি নিয়োগের সময় রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শ নিয়েছেন। তখন তিনি অসম্মতি জানাননি। ১৭ জনের প্যানেলে তিনি ¯^vÿi করেছেন। এরপর রাষ্ট্রপতির ¯^vÿ‡ii পর তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

এখন এ নিয়ে বিরোধিতার কোনো সুযোগ নেই। আর ওই ২ বিচারপতির বিরুদ্ধে অভিযোগ বিচার করার দায়িত্ব সংবিধান প্রধান বিচারপতিকে দেয় নাই। তিনি বলেন, দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করানোর এখনো সময় আছে। কারণ সংবিধানের কোথাও লেখা নাই যে সবাইকে একসঙ্গে শপথ বাক্য পাঠ করাতে হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেন বলেন, বল এখন প্রধান বিচারপতির কোর্টে।

গণতন্ত্রকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হলে সব বিচারপতিকে বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে। আর প্রধান বিচারপতি এখনো বলেননি যে তিনি শপথ পাঠ করাবেন না। আশা করি তিনি এ সংকট থেকে জাতিকে রক্ষা করবেন। সংবিধান অনুযায়ী তিনিই এ সমস্যার সমাধান করতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।