থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
মামারা, একটা জিনিশ খেয়াল করসেন নাকি?
আমাদের সব মাননীয় সংসদ সদস্য [আমি প্রথম আলোর মতো সাংসদ বলি না, কেননা সাংসদ বলতে প্রাদেশিক সভার সভ্যদের বোঝায় -- যেমন পশ্চিমবঙ্গের বিধানসভার সাধারন সদস্যরা 'সাংসদ']-দের বেশির ভাগের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে।
বলবেন তো এমন মামলা থাকাটাই তাদের জন্যে 'শোভাকর'। যদি মামলাই না থাকল তাইলে তার এমপি নির্বাচন করাটাই বৃথা! ইত্যাদি ইত্যাদি . . .
মামলাগুলো খুন থেকে ধর্ষণ, চুরি থেকে ডাকাতি -- সব ধরনেরই আছে।
কিন্তু মামারা, প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেত্রীর বিরুদ্ধে খুন আর ধর্ষণের কেইস নাই।
কি ঠিক বলসি না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।