আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইনব্লগ'কে বলছি, বিদায়

এডিট করুন

অনেকদিন হল আছি আপনাদের সাথে। অনেক সময় কাটিয়েছি। অনেকের সাথে পরিচয়, বন্ধুত্ব হয়েছে, পেয়েছি অনেক, হারাইনি কিছুই। আমি অন্য কোন ব্লগে ব্লগিং করি না। লাফালাফি, ঝগড়াঝাটি, তর্ক-বিতর্ক যা করার এখানেই করি।

আমি অন্য কয়েকটা ব্লগে গিয়েছিলাম রেজিষ্ট্রেশন করার জন্য। রেজিষ্ট্রেশন করার আগে তাদের নীতিমালা দেখেছি। আমার পছন্দ হয় নাই, মনে হয়ছে আমার গলা টিপে ধরার যথেষ্ট সম্ভাবনা আছে সেখানে। তাই আর অন্য ব্লগে রেজিষ্ট্রেশন করা হয় নাই। এখানেই পড়ে রয়েছি।

আমি জানি আপনাদের এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। কোন নির্দিষ্ট আদর্শ, মতবাদ বা উদ্দেশ্য নিয়ে আপনাদের কোন মাথাব্যথা নাই। আপনাদের ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠানে আপনারা কি করবেন তা একান্তই আপনাদের নিজস্ব ব্যপার। সেখানে কিছু বলার অধিকার আমার নাই। আমরা ব্লগাররা এখানে ব্যবসা করতে আসি না।

আমরা এখানে আমাদের চিন্তাধারা, আবেগ, মত, ভাললাগা, মন্দলাগা প্রকাশ করতে আসি। এখানে ব্লগিং করে আমাদের কোন আর্থিক আয় হয় না। আমাদের আয় হয় মানসিক। আপনারা একটা জায়গা দিয়েছেন, আমরা সেখান হতে কিছু মানসিক আয়ের সুযোগ পাচ্ছি। কিন্তু আপনারা ভারসাম্য নষ্ট করেছেন, হ্যাঁ আমি বলব ভারসাম্য নষ্ট করেছেন।

আমাদের আবেগ অনুভূতির দুই পয়সাও দাম আপনারা দিচ্ছেন না। আমি আপনাদের বিরুদ্ধে কোন অভিযোগ করছি না, কারন ব্লগের মালিকানা আপনাদের, এটা কিভাবে চালাবেন তা আপনারা ঠিক করবেন, এবং সেটার পূর্ণ অধিকার আপনাদের আছে। অভিযোগের অধিকার আমাদের নেই, কিন্তু তাই বলে আমাদের অনুভূতি নিয়ে আপনাদের এ ধরণের আচরণ করার অধিকারও আপনাদের নেই। আমরা ব্লগার, আপনাদের এখানে আমরা ব্লগিং করি। আপনারা জায়গা দিয়েছেন, আমরা আপনাদের এই জায়গা সচল রেখেছি।

এখানে ব্লগিং করি আমরা, আপনারা না। লেখালেখি করি আমরা, আপনারা না, মন্তব্য করি আমরা, আপনারা না। সেই হিসেবে আমাদের চাহিদা আমরাই নির্ধারণ করব, আপনারা না। আমরা ব্লগিং করা জায়গা পেয়েছি, তাই বলে আমাদের মাথা বিক্রি করি নাই। আমাদের অনুভূতির প্রতি এ রকম বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের কোন অধিকার আপনাদের নাই।

একের পর এক পোষ্ট আসছে। একের পর একজন বলছেন। তারপরেও আপনারা কোন দৃষ্টিপাত করছেন না। আমি এই যে বাংলা লিখছি আজ এখানে তার জায়গা আপনারা দিয়েছেন ঠিকই, খাতাটা আপনারা দিয়েছেন, কিন্তু কলমটা আপনাদের কাছ থেকে নেয় হয়নি। আমার এই লেখার কলমটার নাম অভ্র।

আজ এখানে যে আমরা ব্লগিং করি তার এক বিশাল অংশ তা পারছে তা অভ্রের কারনে। আমি জানি আপনাদের নিজস্ব ফোনেটিক কি-বোর্ড আছে, আপনার একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু এই অভ্র না থাকলে আমার পক্ষে এইরকম স্বতস্ফূর্ত লেখা সম্ভব ছিল না। অভ্র নামক কলমটির অন্য এক প্রতিষ্ঠানের, আপনাদের নিজস্ব কলম আছে, সে হিসেবে আপনাদের মধ্যকার ব্যবসায়ীক নীতির কারণে আপনারা একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু আমরা এখানে ব্যবসা করতে আসিনি। যতক্ষণ পর্যন্ত আপনাদের ব্যবসায়িক নীতি আমাদের মানবিক নীতির সাথে একটা সাম্যাবস্থা বজায় রাখবে ততক্ষণ আমরা স্থির থাকতে পারি কিন্তু সাম্যাবস্থা নষ্ট হলে স্থিরতা থাকে না, আর যেখানে স্থিরতা নাই, আমাদের তীব্র চাহিদা যেখানে ব্যবসার কাছে পরাজিত, নীতি নৈতিকতা যেখানে ব্যবসার কাছে বিধ্বস্ত সেখানে থাকার কোন মানে হয় না। ব্লগে আওয়ামী লীগ, বি এন পি, জামাত, শিবির, রাজাকার, ছাগু, মুক্তিযুদ্ধের চেতনাধারী, দেশপ্রেমিক নির্বিশেষে সবাই আজ অভ্রের পক্ষে দাড়িয়েছে।

সাম্প্রতিক অনলাইনে আছেন লিষ্টের ছবিগুলোর দিকে তাকান। দেখুন আপনারা আপনাদের স্বার্থ ১০০% রক্ষা করলেও ব্লগাররা ঠিকই এক অন্যরকম মানব ব্যানার বানিয়ে ফেলেছে। আপনাদের পেশাদারিত্ব সেখানে পরাজিত। ব্যানারটা ব্লগের উপরে না হলেও বাম পাশে ঠিকই স্থান করে নিয়েছে। আপনারা ঠেকাতে পারেন নি, আপনাদের মুখের দিকে চেয়ে থাকতে থাকতে, পোষ্ট দিতে দিতে আমরা শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের ব্যানার তৈরী করে নিয়েছি।

আপনার কি একবারও উপলব্ধি করতে পারছেন বিশয়টা কতটা গুরুত্বপূর্ণ। আপনারা কমপক্ষে একটি পোষ্ট ষ্টিকি করতে পারতেন, কিন্তু তাও আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় নি। পেশাদারিত্বের কাছে আবেগ অনুভূতির কোন দাম নেই। কিন্তু আবেগ অনুভূতিকে এভাবে পদদলিত করার ফল ভাল হয় না। মানুষরা যদি এভাবে যন্ত্রমানব হয়ে ওঠে তাহলে পৃথিবীতেই শুধু রোবটরাই থাকবে, মানুষের দরকার নাই।

কম্পিউটার দিয়ে বিশাল বিশাল হিসেব নিকেশ করা যায়, একজন মানুষের পক্ষে কয়েক বছর লাগবে যে সমস্যার সমাধান করতে তা কয়েক মূহুর্তেই করা যায়, কিন্ত কম্পিউটার দিয়ে নতুন তত্ত্ব আবিষ্কার করা যায় না, পারমাণবিক বোমার সূত্র কম্পিউটারের সি পি ইউ থেকে বের হয়, বের হয় মানুষের মাথার থেকেই। পেশাদারিত্ব সবসময় ভাল না। আপনারা যদি আমাদের সাথে মানুষ নয়, বরং আপনাদের ব্লগের ভিজিটর, লেখক, মন্তব্যকারী হিসেবে অর্থাৎ আপনাদের ব্লগের একটি জৈবিক উপাদান হিসেবে আচরণ করেন তাহলে অন্যরা কি বলবে আমি জানি না, কিন্তু আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। শুভ বিদায়। আমি মানুষ, আমার পক্ষে জৈবিক উপাদান হিসেবে থাকা সম্ভব না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।