দেশকে ভালবাসা
ভোলা-৩ উপনির্বাচন
কারচুপি রোধে ৮৬ ভোটকেন্দ্রে মাত্র ৩৬ জন নীরব পর্যবেক্ষক
স্টাফ রিপোর্টার : ভোলা-৩ উপ-নির্বাচনের ৮৬টি ভোটকেন্দ্রে কারচুপি রোধে মাত্র ৩৬ জন নীরব পর্যবেক্ষক নিয়োগ করবে নির্বাচন কমিশন (ইসি। )। এ পর্যবেক্ষকরা কেন্দ্রের ভেতরে ও বাইরের যে কোন অপতৎপরতার খবর তাৎক্ষণিকভাবে রিটার্নিং, কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে অবহিত করবে। কমিশন এ খবরের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, ভোলা-৩ আসনে উপ-নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৬। সিইসি এটিএম শামসুল হুদাসহ তিন নির্বাচন কমিশনার নির্বাচনী এলাকা তজুমদ্দিন-লালমোহন পরিদর্শন করলেও ২৪ এপ্রিল নির্বাচনের দিন কোন নির্বাচন কমিশনার সেখানে থাকবেন না। নির্বাচন পরিস্থিতি ইসি সার্বক্ষণিক তদারকি করবে। তিনি বলেন, ইসি সচিবালয়ের ৩৬ থেকে ৪০ জন নিজস্ব কর্মকর্তা ভোটের দিন সবগুলো ভোটকেন্দ্র ও এলাকায় নীরব পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন। তারা কারচুপি-কারসাজি বা যে কোন ধরনের অপতৎপরতা দেখলেই সরাসরি ইসি ও রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করবেন।
ছহুল জানান, পর্যবেক্ষকরা প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকেও অনুরোধ করবেন। তিনি জানান, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনের আগে-পরে গোলযোগ-সহিংসতা প্রতিরোধে ব্যাপক সংখ্যক আইন-শৃক্মখলা বাহিনীর সদস্য মোতায়েন, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া পরিস্থিতি ধারণে ভিডিও ক্যামেরাও রয়েছে।
৮৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই ২৪-৩০ জন আইন-শৃক্মখলা রক্ষাকারী সদস্য নিয়োজিত থাকবে বলে জানান ছহুল হোসাইন।
বিরোধী দলের সেনা মোতায়েনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, সংসদ নির্বাচনে আইন-শৃক্মখলা বাহিনীর সংজ্ঞায়ও সেনাবাহিনীর কথা নেই। র্যা ব-পুলিশ-এপিবিএন-আনসার-ভিডিপি-কোস্টগার্ডসহ আইন-শৃক্মখলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য ভোলায় নিয়োজিত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের সব পদক্ষেপ নেয়া হয়েছে। সেখানে সেনা মোতায়েনের দাবি আর দরকার নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।