..........
আইচ্ছা গতকাল বাইত গেছিলি?
হ।
কি কৈল?
কোইল যে ঠিকমত ঘুমানি দরকার।
কেন স্বাস্থ্য খারাপ নাকি?
হ স্বাস্থ্য মুটামুটি খারাপ।
কয়দিন ধৈরা এই অবস্থা?
এই মাস চারেক হৈছে।
এহন কি করতাছে?
এহন চিড়া পানি খায়।
ডাক্তরে কি কয়?
কয় সময় লাগব সারতে, আরো দুই মাস ওষুধা খাওন লাগব।
টেকা পয়সা কেমন আছে?
টেকা পয়সার তো সমস্যা।
কেন কাজ নাই?
কাজ একটা ছিল, এহন মালিকে টেকা দেয় না ঠিকমত, নতুন কাজ একটা ধরুম, কথা হৈছে।
কয়দিনের লাইগা নিব?
কাজ ভালই আছে, খারাপ না, মাস দুয়েক মিনিমাম থাকব।
তাইলে আমারেও নিয়া নিস, কাজ এহন যেইটা করি এইটা তাইলে ছাইড়া দিমু।
আইচ্ছা ঠিক আছে আমি মালিকের সাথে কথা কইয়া নেই। আমার লোকও লাগব, কয়েকজন, অন্তত চার পাচজনের কাজ।
হ দেখ কথা কইয়া কি হয়।
হ দেহি কি হয়।
এই একটা ষ্টার দেওতো।
ষ্টারের আগুন ধরিয়ে ধুমপান চলছে। একজনে ধুমপান করে আর একজন বসে সাথে শুধু শুধু। দুপুরের রোদ আছড়ে পড়ছে পৃথিবীর বুকে। তীক্ষ্ণ আলো চোখে জ্বালা ধরায়। কর্মহীন দুই রাজমিস্ত্রি বসে আছে এক টং দোকানে।
খদ্দের নেই, দোকানদার বসে বসে একঘেয়েমী উপভোগ করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।