আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন সফটওয়্যারের পুরনো ভার্শন

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
এমন ঘটনা নিশ্চয়ই কয়েকবার জীবনে ঘটেছে সবার - পিসি আপটুডেট রাখার উদ্দেশ্যে কোন একটা সফটও্যয়ারের পুরনো ভার্শন ফেলে দিয়ে সর্বশেষ ভার্শনটি নেট থেকে ডাউনলোড করে ইন্সটল করেছেন। অথবা হয়তো কোন দোস্ত এসে আপনাকে নিউজ দিয়েছে যে - "অমুক সফটওয়্যারের লেটেস্ট ভার্শনটা যা করছে না - ফাটাফাটি!" আর আপনিও তার কথায় দিলেন ইন্সটল মেরে। কিন্তু - বিধি বাম! নতুন সফটওয়্যার হয় ঠিক মতো কাজ করে না বা করলেও আগের মতো ব্যবহার সহজ নয় কিংবা হয়তো নিতান্তই আপনার এই নতুন ভার্শনের চেহারা পছন্দ হচ্ছে না। যতো তাড়াতাড়ি সম্ভব এখন আগের ভার্শনটি আপনি ফিরে পেতে চান কিন্তু আপনার কাছে পুরনো ভার্শনের ব্যাকআপ নেই। আর নেটে পুরনো সফটওয়্যার নতুন সফটওয়্যারের তুলনায় পাওয়া একটু কষ্টকরই বটে। যাই হোক এ ধরনের সমস্যা থেকে আংশিক মুক্তি দিতে পারে আপনাকে নিচে দেয়া ওয়েবসাইটগুলো। এই সাইটগুলোতে সব সফটওয়্যার না পেলেও জনপ্রিয় অনেক সফটওয়্যারেরই পুরনো ভার্শন পেয়ে যাবেন। আর বাকিগুলোর জন্য গুগল তো আছেই - ১. OldVersion.com ২. VersionDownload.com ৩. OldApps.com ৪. old-versions.org এছাড়াও FileHippo.com ওয়েবসাইটটিতে অনেক সফটওয়্যারের সীমিত সংখ্যক পুরনো ভার্শন পাবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।