কবিতা উৎপাদন মূলক, শরীরবৃত্তীয়
সেবার যেমন মনেও এসেছিল
তোমাকে অর্ধেক বাটি সমুদ্র দেবো
তোমার সময়ে স্থাপিব মহাকাল
তোমাকে সুরের থেকে জগম্ময় মিত্র
সেবার যেমন মনেও এসেছিল
পত্র-পুষ্পে সবুজ খুলবো ডানা
সবার তখন ওড়াউড়ি শেষ হলে
আমিও ভুলেছি এম্নি যেমন হয়
সবার তখন ঘরেতেই বসে চা
বউ’এর দেয়া বিস্কুট সাথে করে
সবার তখন বিস্কুট শেষ হলে
ঘুমোতে গিয়ে খুলে রাখে পাখনা
সবার তখন ওড়াউড়ি শেষ হল
মেহদী নতুন পেয়ে গেছে পাখনা
ডানা খুলে রেখে ডানাতেই করে ভর
ওর বুঝি আছে অন্তর-অগ্নুৎপাত;
আমিতো ভুলেছি এম্নিতে যেমন হয়
মনে করি তবু বারবার, মনে এলে-
উড়েছিল কবে ফরিদুদ্দিন আত্তার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।