http://www.myspace.com/423882880/music/songs/31785002
গত ১৬ এপ্রিল ডিজুসের ৫ বছর উপলক্ষে ধানমন্ডি মহিলা কমপ্লেক্স মাঠে হয়ে গেলো বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের ব্যান্ডশিল্পীদের অংশগ্রহণে দূর্দান্ত এক কনসার্ট। ভারতের ব্যান্ডগুলোর মধ্যে ছিলো- লক্ষীছাড়া, ভূমি ( অঞ্জন দত্ত-এর পরিবর্তে) এবং ফসিলস। বাংলাদেশের ব্যান্ডগুলোর মধ্যে ছিলো- ওয়ারফেইজ, নগরবাউল ও জেমস, আর্টসেল ও অর্থহীন। আর পাকিস্তানের শিল্পী- এক্স জুনন মেম্বার আলি আজমত ও তার বন্ধুরা।
ভালো লাগলো, ভূমির পরিবেশনা, বিশেষ করে সুরজিৎ দার গিটারের তালে তালে কান্দে কেন মন- অসাধারণ।
সৌমিত্র দার ড্রামসের বাদনের সাথে সাথে সোহাগ চাঁদ বদন, নাচোতো দেখি ভালো লেগেছে। আর লক্ষীছাড়ার রৃসবের গিটার বাদন আর গৌরবের ড্রামস বাদন অনবদ্য। ফসিলস-এর রুপম দাও ছিলেন দারুণ ক্ষ্যাপা, " বাই সাইকেল চোর" দিয়ে একদম কাঁপিয়ে দিলেন।
আর বাংলাদেশের জেমস। বিলিভ মি, ওয়ান এন্ড ওনলি গুরু।
এতো অসাধারণ পারফরমেন্স অনেক দিন দেখিনি। এখনও জেমস অসাধারণ। দুষ্টু ছেলের দল দিয়ে পুরো ফাটিয়ে দিলেন। অর্থহীনের শিশিরের কিবোর্ড ও গিটারে সমান রাজত্ব দেখে ভালো লাগলো। মাঝে আনিলার উপস্থিতি চমকে দিলো সবাইকে।
ওয়ার ফেইজের সেই দুর্দান্ত পারফরমেন্সের ধার দেখা তাদের পরিবেশনায়। অনিতো এক কথায় অসাধারণ। কমল ভাই একটু টালমাটাল ছিলেন, কিন্তু ছিলেন দারুণ রকিং।
আর্টসেল বোধহয় তাদের স্বাভাবিক পারফরমেন্স দেখাতে পারেনি। তারপরও ভালো লেগেছে।
জুনন তারকা আলি আজমতও দর্শক মাতিয়েছেন সমান তালে। কিন্তু ততক্ষণ দর্শক বোধহয় হারিয়ে ফেলেছে তাদের সব এনার্জি। কারণ, মাথায় ঢুকে গিয়েছিলো বাড়ি ফেরার চিন্তা।
সাউন্ড সিস্টেম গতরাতের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কনসার্টের দিন সিস্টেমের পারফরমেন্সে দর্শক খুব বেশি খুশি হতে পারেনি।
তবু, ডিজুসের কল্যাণে এ ধরনের ত্রিদেশীয় আয়োজন অনেক দিন পর ওপেন এয়ার কনসার্ট প্রেমীদের দিয়েছে অভূতপূর্ব আনন্দ। সত্যি।
বি: দ্র: পোস্টে ব্যবহৃত ছবি লেখকের তোলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।