আমাদের কথা খুঁজে নিন

   

গীতিকবিতা-১

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"

বিশ্বাসে আর নেইকো বিশ্বাস অবিশ্বাসের এই পৃথিবী যেখানেই তাকাই,কেবলই দেখিতে পাই অবিশ্বাসের এক প্রতিচ্ছবি!! নৈতিকতার মুখোশ পরে কাঁদছে সবার মুল্যবোধ কৃত্রিমতায় ক্যামনে পোহায় পবিত্রতার সোনারোদ অবক্ষয়ে হারিয়ে গেছে জীবনের রাঙা রবি !! যান্ত্রিকতায় ভরপুর এখন কমবেশী সবার মাঝে আন্তরিকতার ছোয়া আজ যায় পাওয়া কি সহজে স্বার্থসিদ্বির তরে ব্যস্ত প্রতিটি মানব মানবী !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।