আমি বিবাহিত !
একই ক্লাসে পরতাম, প্রায় ২ মাইল হেটে স্কুলে যেতাম একসাথে, খেজুরগাছ তলায় কত দাড়িয়ে থাকতাম তার জন্য কখন সে আসবে তার সাথে স্কুলে যাব, বাঁসের সাকো পার করে দেব হাত ধরে, এই মুহুর্ত টুকুর জন্য দাড়িয়ে থাকতাম খেজুর তলে।
বোকার মতো কতদিন তার বইএর ব্যাগ কাধে নিয়ে স্কুলে গিয়েছি। কত জনের কতরকম কথা শুনেছি এর জন্য। তার পরেও বেহায়ার মত খেজুর তলে দাড়িয়ে থেকেছি।
একই স্যার এর কাছে প্রাইভেট পরেছি। ওদের বাড়ির পাশের মাঠেই সব সব সময় খেলেতে যেতাম যদিও অনেক বড় একটা মাঠ আমার বাড়ির পাশে ছিল।
সে ফুল ভালবাসত উন্মাদের মতো আর আমার বাগান করার কোনই আগ্রহ ছিলনা তার পরও করেছি আমার আঙ্গিনায় তার আগমনের জন্য।
সে তেতুল খেত খুব যে ততুল গাছ দেখলেই ভয় করে তার জন্য সেই তেতুল গাছে উঠে তেতুল পেরেছি।
আরওযে কত কি করেছি তা লিখে শেষ করা যাবে?
কিন্তু কোন দিন বলতে পারিনি ............
আজও মাঝে মাঝে দেখা হলে ১টু আধটু কথা মানে কুশল বিনিময় হয়।
মনে পরে সেই সমগুলোর কথা
হৃদয়ের কোন অংশে যেন একটু খানি ব্যথা অনুভব করি এখনে মাঝে মাঝে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।