আমাদের কথা খুঁজে নিন

   

ঘরে বসে আয় করার সহজ পদ্ধতি।

স্বপ্নের হাতছানি আমাকে কাছে টানে, যদিও জানি এটা মরিচিকার মত। আমি হৃদয়ের কথা বলিতে ব্যকুল শূধাইলনা কেহ।

এখন আর টাকা আয়ের জন্য ঘরের বাইরে ঘোরা ঘুরির দরকার পড়ে না। নিজের ঘরে বসেই টাকা আয় করা যায়। টাকা আয়ের সহজ পদ্ধিতি অনেক।

তবে সহজ তিনটি পদ্ধতি অনেক বেশি সহজ। ১. ঘুস / দালালী, ২.মাদকদ্রব্য , ৩. নারীর দেহ। আমি তিনটির কোনটিই ব্যাখ্যা করতে চাচ্ছিনা। কারন আমি এই তিনটিই বেশি ঘৃনা করি। তবে অন্য পদ্ধতি গুলো সহজ কিন্তু পরিশ্রমের।

তবে আমি যে কাজের কথা বলতে যাচ্ছি, তা হচ্ছে অনলাইন মার্কেটিং। এর জন্য ই বাইএ রেজিট্রশন করতে হয়। এটা অবশ্য ফ্রি রেজিট্রেশন করা যায়। http://my.ebay.co.uk/ এখানে প্রথমে রেজিট্রশন করে নিন। এর পর লগইন করে , সেল অপশনে ক্লিক করুন।

সেখানে কিভাবে সেল করতে হবে, সে নিয়ম পাবেন। এখানে আনি কেনাকাটা ও বিক্রয় করতে পারবেন। আরো বিস্তারিত জানতে হেল্প এর টেক্স পড়ুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।