আমাদের কথা খুঁজে নিন

   

মনে পড়েনা, আবার মনে পড়ে

যখন স্বপ্নগুলো আঁধারে হারিয়ে যায়..

মনে পড়েনা, আবার মনে পড়ে- ভালো লাগেনা, আবার ভালো লাগে-- ভুলে যেতে চাই, চাইনা আবার মাঝে মাঝে দুঃখে দিন কেটে যায়, সুখ খুঁজে খুঁজে মনে পড়েনা, আবার মনে পড়ে- ভালো লাগেনা, আবার ভালো লাগে-- কিছু স্মৃতি মনে পড়ে, কিছু পড়েনা কাছাকাছি ছিল যে, কেন কাছে এলোনা ? একা একা, একা একা একা থেকেও নিজেকে নিয়ে থাকা মনে পড়েনা, আবার মনে পড়ে- ভালো লাগেনা, আবার ভালো লাগে-- কিছু ছবি চোখে ভাসে, কিছু ভাসেনা সুখগুলো কেড়ে নিল দিয়ে বেদনা স্বপ্নেরা, ভেঙ্গে যাওয়া স্বপ্নেরা ভেঙ্গে যাওয়া স্বপ্নকে গড়ে নেয়া মনে পড়েনা, আবার মনে পড়ে-- ভালো লাগেনা, আবার ভালো লাগে-- (মনে পড়েনা---খালিদ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।