মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি
বিষয়টি শুধু ভালো লাগছে বলার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারছি না। প্রথম যখন সাতক্ষীরার মত প্রত্যন্ত একটা জেলায় এত বেশি আধুনিক এবং প্রযুক্তিনির্ভর আবার প্রাইভেট টিউশন বন্ধ একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির কথা আলোচনা শুরু করি, সবাইকেই কেমন যেন একটু দ্বিধান্নিত মনে হত। কিন্তু শুরুর আজ তিন মাস পর সবাই বরা শুরু করেছে আগে কেন এমন একটি প্রতিষ্ঠান এখানে হয়নি?
আজ এই বিদ্যালয়ের নিজস্ব পার্লামেন্ট-এ প্রথম বারের মত একজন স্পীকার এবং দুইজন ডেপুটি স্পীকার নির্বাচিত করা হয়েছে। পার্লামেন্ট-এ মোট পঁচিশ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে সদস্য নির্বাচিত হয়েছে। পরে তারা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পীকার এবং দু'জনকে ডেপুটি স্পীকার নির্বাচন করে।
আসুন বর্ণনা করি ঘটনাটি।
সাতক্ষীরা জেলার প্রথম বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান Elixir International School Parliament-এর প্রথম স্পীকার নির্বাচিত হয়েছে স্ট্যান্ডার্ড থ্রি-র ছাত্র সাজিদ ফয়সাল ফাহিম। একই সাথে ডেপুটি স্পীকার নির্বাচিত হয়েছে একই শ্রেণীর ছাত্রী ফওজিয়া ফারিয়া তন্বী ও স্ট্যান্ডার্ড ওয়ানের ছাত্র সৈয়দ নেওয়াজ শরীফ আসিফ ।
গতকাল ১৮ এপ্রিল ২০১০ রবিবার এলিকজার ইন্টারন্যাশনাল স্কুলের নিজস্ব পার্লামেন্ট রুমে অনুষ্টিত নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশনে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে সিংহভাগ সদস্যের সম্মতিতে সাজিদ ফয়সাল ফাহিম দ্বিতীয় সেমিস্টার(এপ্রিল-জুন)-র জন্য স্পীকার নির্বাচিত হয়। একই পদ্ধতিতে ফওজিয়া ফারিয়া তন্বী ও সৈয়দ নেওয়াজ শরীফ আসিফ মনোনীত হয় ডেপুটি স্পীকার হিসেবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।