জীবনকে সহজভাবে দেখার চেষ্টা করি
ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত হওয়ার দুই মাস পর শনিবার ভিকারুন নিসা নূন স্কুলের ছাত্রী রাখিকে উদ্ধার ও অপহরণকারী রাজীবকে গ্রেপ্তার করেছে র্যাব।
সকালে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে অপহরণকারী তানভীর হোসেন রাজীবকে গ্রেপ্তার এবং রাখীকে উদ্ধার করে র্যাব।
ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী রাখী গত ৭ ফেব্র"য়ারি স্কুল থেকে বাসায় ফেরার পথে অপহৃত হয়। এই ঘটনায় তার মা ১১ ফেব্র"য়ারি রমনা থানায় একটি মামলা করেন।
র্যাব-১ এবং র্যাবের গোয়েন্দা শাখা যৌথভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালনো হয়।
র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তানভীর প্রায় তিন বছর আগে নাজনীন নামে এক বিয়ে করে। এ তথ্য গোপন করে রাজীব স্কুলছাত্রী রাখীর সঙ্গে প্রেম করে। পরে তারা গোপনে বিয়ে করে বলে দু'জনই জানায়।
রাজীব ও রাখী মিরপুরে কাজী অফিসে ২০০৮ সালে বিয়ে করেছে বলে জানালেও সেই কাজী অফিসে এব্যাপারে কোনো নথি পাওয়া যায়নি বলে জানান জিয়াউল।
তিনি জানান, রাখী অপহৃত হওয়ার চারদিন পর রাজীবের বন্ধু মিথুন ও চাচাত ভাই সোহেল রাখীর মায়ের কাছে একটি সিডি দিয়ে আসে।
এই সিডিতে রাখীর অশালীন ছবি ও ভিডিও রয়েছে।
"তবে সিডিতে রাখীর অনিচ্ছায় ওই অশালীন ছবি তোলা হয়েছে বলে বোঝা যায় না," বলেন জিয়াউল।
তানভীর হোসেন রাজীবের বিরুদ্ধে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া অপ্রাপ্ত বয়স্ক রাখীকে বিয়ে করার এবং অপহরণের অভিযোগ আনা রহয়েছে।
তাদের রমনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার দুজনকে আদালতে পাঠানো হবে।
"
শিবলী জানান, তানভীর প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন বলে দাবি করেছে।
সূত্রঃ বিডি নিউজ ২৪
আমার প্রশ্ন এটা কি অপহরণ না স্বেচ্ছায় পলায়ন। এইটুকু পোলাপান এত পাকনা হচ্ছে কিভাবে???????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।