আমাদের কথা খুঁজে নিন

   

ছবির চারপাশে গোলাকার বর্ডার তৈরি করুন

শুভ সকাল,
অনেকদিন পর লিখতে বসলাম। সত্যি বলতে কি টেকটিউনস এ কোন কিছু লিখার আগে ১০ বার ভাবতে হয়। কেননা এখানে দেশের  সব এক্সপার্টরা বিচরণ করেন। তবুও সাহস করে একটা টিউন করতে যাচ্ছি। ভুল হলে ক্ষমা পাবো এই ভরসায়।


ওয়বপেজ ডিজাইন এর এক পর্যায়ে ছবিকে গোলাকার কোনায় কাটার প্রয়োজন দেখা দেয় প্রথমে আমি কাজটা ইলাস্ট্রেটর এবং ফটোশপের সমন্বয়ে করলেও পরে আবিষ্কার করলাম ফটোশপেই এর একটি সুন্দর সমাধান আছে। ব্যপারটা স্পষ্ট করার জন্য নিচের ছবিটা লক্ষ্য করুন, দেখুন ছবিটার চারপাশে যে বর্ডার আছে তার কর্ণারও গোলাকার।

তো চলুন শুরু করা যাক। প্রথমে ছবিটা ফটোশপে নিন। লেয়ার প্লেট থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ার এর উপরে মাউসের ডান বাটনে ক্লিক করুন এবং Duplicate Layer এ ক্লিক করে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করুন।



এবার Rectangular Rounded Tool সিলেক্ট করুন। টুলটি সিলেক্ট করতে নিচের চিত্রটি খেয়াল করুন।

এই টুলটি ব্যবহার করে নিচের চিত্রের ন্যায় শেপ আঁকুন।   Radius বক্স থেকে ইচ্ছামত রেডিয়াক্স সিলেক্ট করে ছবিকে সেই অনুপাতে গোলাকার তৈরি করুন। এ সময় অবশ্যই নতুন লেয়ার সিলেক্ট থাকতে হবে।



এবার Add layer mask টুলে ক্লিক করুন। এটি লেয়ার প্লেটের নিচের দিকে পাবেন। যারা নতুন তাদের বোঝার জন্য আমি এখানে আরো একটি ছবি সন্নিবেশ করলাম। এটাতে ক্লিক করার ফলে ছবির বর্তমান লেয়ারটি রেক্টিংগুলার রাউন্ড শেপটির আকারে কর্তিত হবে।

এর ফলে আমরা যে গোলাকার কোনা সদৃশ্য শেপ নিয়েছিলাম সেই আকার অনুসারে ছবিটি কেটে গেছে।

এখন নিচের লেয়ারটী মুছে ফেলুন এবং দেখুন আমরা যা চেয়েছিলাম তা হয়ে গেছে অর্থাৎ ছবিটি কোনাগুলো গোলাকারে কেটে গেছে।

এখন বর্ডার দেওয়ার পালা। লেয়ারের উপরে ক্লিক করে ব্লেন্ডিং অপসনে যান এবং Stroke এ ক্লিক করে Size ১০ বা আপনার সুবিধামত নিয়ে OK করে দিন।

দেখুন আপনি এটাই চেয়েছিলেন কিনা। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।


আর যদি টিউনটি ভাল লাগে তাহলে আমার ব্লগ থেকে একটু ঘুরে আসার নিমন্ত্রণ। রইল

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.