চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১ ছাত্র নিহত ও ১০ ছাত্র আহত হয়েছে। এ ঘটনায় ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে চবি ১নং সড়কের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার রেশ ধরে গতকাল সারাদিন স্থানীয় লোকজন চবি ১নং সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। নিহত ছাত্রের নাম আসাদুজ্জামান।
সে অ্যাকাউন্টিং ২য় বর্ষের ছাত্র। নিহত আসাদ চবি সংলগ্ন গুলবাহার কটেজের ১০২নং কক্ষে থাকত। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানায়। এদিকে ছাত্রলীগ আসাদের মৃত্যুতে উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে আজ থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয়া হয়েছে। বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা চমেক এলাকায় বেশকিছু যানবাহন ও দোকানপাট ভাংচুর করে।
হাসপাতাল চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে সিন্ডিকেটের সভায় উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।