আমাদের কথা খুঁজে নিন

   

কোন পথে শিক্ষিত তরুন সমাজ



যে কোন জাতির জন্যই তরুনরা মূল্যবান সম্পদ । দেশের সার্বিক উন্নয়নে তরুনদের ভূমিকা অত্যন্ত গুরুত্ত্বর্পূর্ন। যে জাতি তার তরুন সমাজ কে নৈতিক ো জ্ঞানগত দিক দিয়ে দক্ষ করে তুলতে পারে েস জাতির উন্নয়নের সম্ভাবনা তত বেশী। পৃথিবীর অন্য যে কোন জাতির তুলনায় বাংলাদেশর অগ্রগতির সম্ভাবনা সবচেয়ে বেশী। কারন আমাদের রয়েছে বিশাল তরুন সমাজ।

তােদর কী আমরা যথাযথ ভাবে গড়ে তুলতে পারছি?আমরা কি তাদের ঞ্জানগত ,নৈতিক, মানসিক, সুস্থ্য চিন্তাধারার যথাযথ কিছু দেখতে পাই? আমাদের তরুনদের নিয়ে আমরা আশাবাদী। কিন্তু যখন দেখি এই তরুনদের হাতেই লাঞ্ছিত হয় নারীরা,যখন প্রকাশ্যে নারীর সম্ভ্রম নিয়ে টানট হেচরা করে এই তরুন দের ই কেউ,তাদের হাতে যখন অস্ত্রের ঝনঝনানি শুনি তখন আশাহত না হয়ে পারি না। আর এরা যদি হয় দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন লজ্জায় মাথা কুটতে ইচ্ছা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যদি এ ধরনের কোন কাজে জরিয়ে পরে তাহলে জাতি কাকে নিয়ে সপ্ন দেখবে?যারাই কি-না একসময় নেত্রত্ব দেবে এই দেশটার! আসলে কেন আমরা দেশ গঠনোপযোগী সত দক্ষ দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি তরুন সমাজ গড়তে ব্যর্থতার পরিচয় দিচ্ছি? বোদ্ধাজনের কাছে প্রশ্ন রইল। কোন ত্রুটির কারনে কাঙ্খিত জাতি গঠন সম্ভব হচ্ছে না তার উত্তর খুঁজতে হবে ।

ভাবতে হবে নতুন করে। আমরা কি পারি না আমাদের প্রজন্মকে,আগামীর ভবিষ্যতকে,দেশের ই প্রয়োজনে যথাযথ ভাবে গড়ে তোলার উপায় বের করতে। গড়তে সোনার বাংলাদেশ...................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.