বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা জেলা রোভার কর্তৃক আয়োজিত রোভার স্কাউটস ডে ক্যাম্প-২০১০। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত এই ডে ক্যাম্পে মোট ৭২ টি রোভার দলের প্রায় ৬০০ রোভার অংশগ্রহন করে। সকালে রোভাররা তাদের দলগত স্কীল প্রতিযোগিতায় পাইওনিয়ারিং, ফার্স্ট এইড ও এস্টিমেশন দক্ষতা প্রকাশ করে। বিকালে ব্যক্তিগত বিভন্ন দক্ষতা আবৃত্তি, উপস্থিত বত্তৃতা, রিপোর্টিং, রচনা প্রতিযোগিতা, বিতর্ক ও ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহন করে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার কর্তৃক আয়োজিত "ইভ টিজিংকে না বলুন" Rally অনুষ্ঠিত হয়। যাতে নের্তৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। রোভাররা অত্যন্ত আনন্দের সাথে আজকের এই ডে ক্যাম্প সম্পন্ন করেন। আয়োজক ও অংশগ্রহনকারীসহ সকলকে জানাই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার গ্রুপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।