আমাদের কথা খুঁজে নিন

   

গান শুনি



গান মুভ্যি এসব নিয়ে কোনদিনই কোন বিতর্কে জড়াইনি। তাই কোনরকম ডিসক্লেইমার দেওয়ার কোন প্রয়োজনবোধ করছিনা। এই সম্পর্কে আমার ব্যক্তিগত প্র্যাক্টিস একদম বদলায় নি। আমি বরং আরো বেশী করে গান শুনি। ক্লাসিক্যাল, মেলোডি, রক, মেটাল, রেগে, হিপহপ, অল্টারনেটিভ কোনকিছু বাদ দেই না।

মোটামুটি জন্মের পর থেকে রবীন্দ্র-নজরুল-অতুলপ্রসাদ-রজনীকান্ত-দ্বিজেন্দ্রলাল রায় দিয়ে গানের জগতের যে স্বাদ পেয়েছিলাম বয়স বাড়তে বাড়তে তাতে প্রতিদিন শুধু নতুন নতুন বৈচিত্র্যই যোগ করে যাচ্ছি। আমার হার্ড ড্রাইভের সাইজ দুদিন বাদে বাদে বাড়াতে হয়। আর আইপড শেষ কবে খালি ছিল মনে নেই। এই জগত থেকে কখনো বের হতে হবে এরকম কথা কখনো ভাবতে চাই না। গান সম্পর্কিত নানারকম ফতোয়া ছেলেবেলা থেকেই শুনেছি।

কোনটাই কোনদিন পাত্তা দেই নি। গান শুনতে ভালো লাগছে এটাই শেষ কথা। এতে দুনিয়ায় কারো কোন ক্ষতি করছি না আমি। আখেরাতে ক্ষতি হবে কি হবে না সেসব ভাবার টাইম নাই। এই পোস্টটা লেখা প্রয়োজন মনে হয়েছে, কারণ আজকাল চারদিকে গান নিয়ে ফতোয়াবাজী খুব বেড়ে গেছে।

যারা যারা গান শোনেন তাদের প্রতি আমার আর্জি আরো বেশী বেশী করে গান শুনতে থাকুন , সঙ্গীত সম্পর্কে পরহেজগাঢ় মানুষের কথা বিশেষভাবে এড়িয়ে চলুন। সবাইকে শুভ নববর্ষ !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।