মায়াবতী এই প্রহর
আমার একটা চাকমা বন্ধু আছে। ছোটবেলায় একবার আমরা একটা উৎসবে যোগ দিতে কলকাতা গিয়েছিলাম। সেখানে বন্ধুটি একটা চাকমা ভাষার গান গেয়েছিল। গানটা আমার খুব ভাল লেগেছিল। আমি তার কাছ থেকে গানটা শিখে নিলাম।
তারপর তাকে শোনালাম। হঠাৎ গানের মাঝখানে বন্ধুটি হো হো করে হেসে উঠল। সে হাসি আর থামতেই চায়না। সে আমাদের সাথে থাকা আরো কয়েকজন চাকমা বন্ধুসহ সবাইকে ডেকে নিয়ে এল। তারপর আমাকে গানের সেই বিশেষ অংশটা আবার গাইতে বললো।
আমি আবার গাইলাম। এরপর দেখি সবগুলো চাকমা বন্ধু মিলে হাসাহাসি শুরু করে দিয়েছে। হাসতে হাসতে একেকজন মাটিতে লুটিয়ে পড়ছে! আমিতো কিছুই বুঝতে পারছিলামনা। কি ব্যপার এরা হাসে কেন?
অনেক কষ্টে একজনকে থামিয়ে জানতে চাইলাম কি ঘটনা?
সে হাসতে হাসতে কোনরকমে যা জবাব দিল তা শুনে আমার অবস্হা হল এইরকম....
লজ্জায় আমি মুখ তুলতে পারছিনা!
ঘটনা হল ঐ গানের একটা অংশ ছিল "গম্ফদে আদিম..." যার অর্থ হল "ভাল পথে এগিয়ে যাবো"।
আর আমি বলেছিলাম "গম্ফদে আগিম"... যার অর্থ হল ... উফ! কিভাবে যে বলি!! আচ্ছা বলেই ফেলি...
যার অর্থ হল....
"ভাল পথে মলত্যাগ করবো"!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।