আমি বাংলাদেশে বাস করি। আমি দেশকে খুব ভালবাসি
মরেণর ডাক যখন এসে যায় দুয়ারে
একে একে সবাই চলে যায় নিঝুম কবরে ।
সেই ডাকটি ছিল হঠাং করে হত২১শে জুলাই ২০০৭ তারিখে ,
তাই সে চলে গেল কিছু না বলে
সবাইকে ফাঁকি দিয়ে জনমের তরে।
আর আসিবেনা ফিরে এই ভুবনে স্মৃতি গুলো রেখে গেল প্রতি মূহুর্ত তাকে স্মরনের ।
বাবা-মা কে দিয়ে গেল সব কিছু গুচ্ছ-গাছ করে সাঁজিয়ে ;
ভুলতে পারিনা কখন ও তার কথা ,যখনই মনে পরে বাবার কথা ভিযে যায় চোখে পাতা।
চোখের পাতা ও শুকিয়ে যাবে একদিন ।
মনের মুকুরে যেন ধরে রাখতে পারি চির দিন ।
দোয়া করি বাবা যেন জান্নাতবাসী ,
তাহলে সবার মনে ফুটে উঠবে একটু খানি হাসি বাবা তুমি সুখে থাক এ মোর কামনা ; মরনের পরে যেন দেখা পাই এটাই মনের বাসনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।