আমাদের কথা খুঁজে নিন

   

শুভ নববর্ষ ১৪১৭

কীট

গতকাল ছিলো পহেলা বৈশাখ । এতো মানুষের ঢল কমই দেখা যায়, এত প্রানের স্পন্দন , মানুষ সবাই ঘরের বাইরে এতটুকু আনন্দ পাওয়ার জন্য। কিন্তু কে কতটা আত্বতৃপ্তি বোধ করেছেন, তা সন্দেহ আছে, যতটা প্রানের উচ্ছাস তাদের মধ্যে ছিলো প্রখর রৌদ্রের মধ্যেও, তার মূল্য কতটুকু আমরা দিতে পেরেছি। সেই বাংলা রবীন্দ্রসংগীত, আর মাকসুদ এর মেলায় যাইরে এছাড়া আর কিছু তো নেই। আর কি আনন্দ করার মতো কিছুই নেই। সেগুলো তো পানসে হয়ে গেছে সব। ভারতে হোলির মাধ্যমে অনেক আনন্দ হয়, সবাই সবাইকে রং দেয়, এরকম কিছু ও তো করা যায়। যা হোক আমার লেখা অন্য কারনে, বাংলাদেশের প্রধান মন্ত্রীর কাছে আবেদন এই যে, এই প্রানের উল্লাস কে সঠিক ভাবে সঠিক কাজে লাগান। এই প্রানের উল্লাস বলছে আমরা বেচে আছি , মরে যাইনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।