সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...
সেল ফোন এখন আমাদের জীবনের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে
দাঁড়িয়েছে । প্রায় সবার হাতেই দেখা যায় । ছেলেরা সাধারনত: পকেটে
আর মেয়েরা রাখে তাদের হ্যান্ড ব্যাগে । কিন্তূ যাদের পকেট বা হ্যান্ড
ব্যাগের ব্যবহার কম তারা কথায় রাখে ? আমার দেখা বাস্তব কয়েকটি
ঘটনা............
বিভাগীয় শহরে একদিন ফোন করার জন্য একটা ফোন ফ্যাক্সের দোকানে গেলাম। দোকানী কে বললাম, মামা ফোন করব।
মামা দড়ি দিয়ে বাধা একটা সেল ফোন বের করে দিল। জানতে চাইলাম ব্যাপার কি, সেট দড়ি দিয়ে বাধা কেন ? বলল ২টা সেট হারিয়েছে। ছেলেরা কথা বলতে বলতে সেট নিয়ে উধাও হয়ে যায় তাই এই ব্যাবস্তা।
একবার সান্তাহার গেলাম আত্বীয়র বাসায়। দেখি মধ্য উঠানে বাঁশের সাথে সেল ফোন ঝুলছে।
পরে জানলাম ঘরে নেটওয়ার্ক পায় না তাই ঝুলিয়ে রাখা হয়।
একদিন ভ্যান গাড়ীতে করে বড় আপুর বাসায় যাচ্ছি , ভ্যানে এক চাচা মিয়া ছিলেন। মধ্য রাস্তায় গিয়ে শুনতে পেলাম " ও আমার ময়না গো.... " গান টা। অবাক হলাম কথায় গানটা বাজছে। চাচা মিয়া ব্যস্ত হয়ে তার বাজার করা ব্যাগ থেকে একটা সেট বের করে হ্যালো... হ্যালো..... শুরু করেছেন।
বিয়ের অনুষ্ঠানে সবাই বিছানায় বসে গল্প করছি। হঠাৎ খালাতো বোন লাফ দিয়ে উঠে পাশের রুমে চলে গেল। একটু কৌতুহলি হলাম। জানতে চাইলে বলে সেল ফোনে ম্যাসেজ এসেছে। অবাক হয়ে বললাম তোমার তো কাছে সেট নাই বুঝলে কেমন করে।
সে আমার হাতটা ধরে তার কমরে রাখলো , দেখলাম সালোয়ারে গোজা একটা সেট।
মামী চীৎকার চেঁচামেচি শুরু করেছে, আমার মসলার ডালা কে কোথায় রাখলো বলে,, আমি মামী কে বললাম অবেলায় মসলার ডালা দিয়ে কি করবেন ? তিনি বললেন , ঔ মসলার ডালার মধ্যে আমার মোবাইল ফোন আছে।
নাতী-নাতনীদের অত্যাচারে আমার বাবার সেট বেশির ভাগ সময় আলমারিতে তালা বদ্ধ থাকে। একদিন ৫৫ টা মিসকল পাওয়া গেল। বেশীর ভাগ সময় এমন হয়।
আর আমার স্নেহময়ী মায়ের মতো বড় ভাবীর সেট সব সময় শাড়ীর আঁচলে বাঁধা থাকে যেমন বেঁধে রেখেছেন আমাদের
আপনাদের এমন কিছু ঘটনা জানা থাকলে শেয়ার করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।