আমাদের কথা খুঁজে নিন

   

আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখরখানি (লিংক এন্ড লিরিকস)

http://www.facebook.com/Kobitar.Khata

প্রথম যেদিন এ গানটির শুনলাম গানের প্রথম লাইন শুনে ফিক করে হেসে দিয়েছিলাম। মনে হয়েছিল এটা আবার কেমন গান! কিন্তু দ্বিতীয় লাইন শোনার পরে জিবে কামড় দিয়েছিলাম। মনে হয়েছিল এত অর্থবহ এবং ভাষার এত গভীরতার গান জীবনে খুব কমই শুনেছি। সেই গানের ডাউনলোড লিংক ও লিরিকস দিলাম। শুনে দেখুন কেমন লাগে।

ডাউনলোড লিংক। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখরখানি বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মণি। কলা বেচো, কয়লা বেচো, বেচো মটরদানা বুকের জ্বালা বুকেই জ্বলুক, কান্না বেচো না। ঝিঙে বেচো পাঁচ সিকেতে, হাজার টাকায় সোনা বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না। ঘরদোর বেচো ইচ্ছে হলে, করব নাকো মানা হাতের কলম জনম দুখী, তাকে বেচো না।

কথাঃ সমীর রায় সুর ও কন্ঠঃ প্রতুল মুখোপাধ্যায়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।