আমাদের কথা খুঁজে নিন

   

♫♫♫বিন-বাপ্পা মজুমদার এবং মিলা... (তুমি আমার শীতের সকাল, মিষ্টি একটা দিন....♫♫.) ⎠⎠⏠⏝⏠⎝⎝

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

গানটার কথাগুলো খুব সুন্দর।

গানের মিউজিক এবং টানটি অসাধারণ। মিলা যে টানটি দেয় সেটিও এককথায় অসাধারণ। আসলে আমি এই টানটা শুনেই গানটির ভক্ত হয়ে গিয়েছিলাম। আইরিন আপুর কাছে বলার পরে সে জানায় যে গানটি মিলা আর বাপ্পা মজুমদারের। সত্যি কথা বলতে কি, তখন আমার বিশ্বাসই হতে চায়নি যে মিলা এতো সুন্দর করে গাইতে পারে।

গানটাকে পেয়ে আর দেরি করলাম না। লিরিক্স লিখে ফেললাম। শেয়ার করছি সবার সাথে। আশা করি আপনাদের ভাল লাগবে। আর হ্যা, গানটি "হিট এলবাম ২"-এর।

টোটাল ১১জন গায়ক-গায়িকার একটি মিক্সড্ এলবাম এটি। । । লিরিক্স::: তোমার ভিতর বসত বাড়ি, আমি তোমায় নিয়ে বাচি; তোমার নামে স্বর্গ-নরক, আমি ধরতে পারি বাজি। তুমি আমার শীতের সকাল, মিষ্টি একটা দিন; সন্ধ্যে দুপুর রাত্রি বাজায় ভালবাসার বিন।

তোমার ভিতর বসত বাড়ি, আমি তোমায় নিয়ে বাচি; তোমার নামে স্বর্গ-নরক, আমি ধরতে পারি বাজি। তুমি আমার শীতের সকাল, মিষ্টি একটা দিন; সন্ধ্যে দুপুর রাত্রি বাজায় ভালবাসার বিন। তুমি আমার শীতের সকাল, মিষ্টি একটা দিন; সন্ধ্যে দুপুর রাত্রি বাজায় ভালবাসার বিন। ক্লান্ত সময় যেয়ো তুমি নিয়ে অলস ক্ষণ, প্রতিক্ষণে পথে পাবে তোমার প্রিয়জন। ক্লান্ত সময় যেয়ো তুমি নিয়ে অলস ক্ষণ, প্রতিক্ষণে পথে পাবে তোমার প্রিয়জন।

তুমি আমার শীতের সকাল, মিষ্টি একটা দিন; সন্ধ্যে দুপুর রাত্রি বাজায় ভালবাসার বিন। তুমি আমার শীতের সকাল, মিষ্টি একটা দিন; সন্ধ্যে দুপুর রাত্রি বাজায় ভালবাসার বিন। তুমি ভোরের স্নিগ্ধ আলো, আধার জোনাকি; শান্ত চোখে স্বপ্ন হাজার সত্যি জানো কি। তুমি ভোরের স্নিগ্ধ আলো, আধার জোনাকি; শান্ত চোখে স্বপ্ন হাজার সত্যি জানো কি। তুমি আমার শীতের সকাল, মিষ্টি একটা দিন; সন্ধ্যে দুপুর রাত্রি বাজায় ভালবাসার বিন।

তুমি আমার শীতের সকাল, মিষ্টি একটা দিন; সন্ধ্যে দুপুর রাত্রি বাজায় ভালবাসার বিন। তোমার ভিতর বসত বাড়ি, আমি তোমায় নিয়ে বাচি; তোমার নামে স্বর্গ-নরক, আমি ধরতে পারি বাজি। তুমি আমার শীতের সকাল, মিষ্টি একটা দিন; সন্ধ্যে দুপুর রাত্রি বাজায় ভালবাসার বিন। তুমি আমার শীতের সকাল, মিষ্টি একটা দিন; সন্ধ্যে দুপুর রাত্রি বাজায় ভালবাসার বিন। ডাইরেক্ট ডাউনলোড লিংক::: http://bit.ly/9OWfsT (ক্লিক করলেই সরাসরি ডাউনলোড শুরু হয়ে যাবে...) ডাউনলোড না করে শুধু শুনতে চাইলে এখানে যেতে হবে::: http://bit.ly/caqSHS


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।