আমাদের কথা খুঁজে নিন

   

আজ বাঙালির নববর্ষ (শিরোনামটা কি যথাযথ হলো???)

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

ডয়েচে ভেলেতে শিরোনামটা চোখে পড়ল। ইংরেজী নববর্ষকে কি আমরা ইংরেজদের নববর্ষ বলি? শিরোনামটা আমার পছন্দ হয়নি,কেমন যেন একটু তাচ্ছিল্য আছে শিরোনামটাতে। জানিনা আর কারো এমনটা মনে হচ্ছে কিনা শিরোনামটা পড়ে। হয়তো আমার সমালোচনাটাও খুব সিলি মনে হতে পারে, তাও লিখছি নিজের অনুভুতি থেকে। আমার মতে শিরোনামটা হওয়া উচিৎ আজ বাংলা নববর্ষ। প্রতিবেদক হয়ত এতকিছু ভেবে শিরোনামটা দেননি, তবে একজন সাংবাদিক/প্রতিবেদক হিসেবে আরো সচেতনতা আশা করি। বিশেষ করে যখন বিদেশী একটা পত্রিকায় দেশীয় বিষয়ে লেখা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।