তাঁকে ধন্যবাদ,এখনো বাঁচিয়ে রাখার জন্য আমি যুক্তি হীন ভাষা হীন কবি নির্বাক আমি অর্থহীন নই লোভী কোন এক কাঙ্গাল তবু দুষ্টের করি উত্থান করি শিষ্টের বুক চুরমার তবু অর্থের লোভে ভেঙ্গে দেই বুক অবাধ্য সুখ দুর্বার আমি শ্বাপদের কালো চোখ আমি নির্বাক প্রতিহিংসা আমি সাগরের বুকে ঢেউ আমি রক্তের কালো গঙ্গা আমি আঁধার আমি আলো আমি দুষ্টের মাঝে ভালো আমি স্বপ্নের মাঝে বাস্তব আমি কল্পলোকের স্তবক আমি তিমির রাত্রি বিভীষিকা রাতের মরিচীকা আমি তোমাদের মাঝে ঘুনে ধরা জীবনের নীল শিখা তবু আমাকেই আজ খুঁজবে তুমি আঁধার হলে রাতে তবু আমাকেই আজ খুঁজবে তুমি রক্তিম প্রভাতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।