আমাদের কথা খুঁজে নিন

   

গান শুনি না

জীবন গঠনে নিজেস্ব প্রতিক্রিয়ার দায় বেশি, ঘটে যাওয়া ঘটনার ভূমিকা সামান্য।

একবার গান, মুভ্যি ইত্যাদি নিয়ে ব্লগে বেশ বড় সড় একটা বিতর্কে পড়ে গিয়েছিলাম। তাই গান সম্পর্কে আমার তৎকালীন চিন্তাভাবনা ভালোই পরিচিত পেয়েছিল। এবার তাই আরেকটা ডিসক্লেইমার ব্লগ লিখছি, কারণ এ সম্পর্কে আমার ব্যক্তিগত জীবনের প্র্যাকটিস বদলে গিয়েছে। আমি আর গান শুনি না।

(গান বলতে এখানে বাদ্যযন্ত্র সহ যে কোন গান বুঝাচ্ছি, যদিও বাদ্যযন্ত্র ছাড়া গানও আর শোনা হয় না... সময়ের অভাব বা ইচ্ছার অভাবে, জীবনে ফাঁকা জায়গার অভাবে! সুরওয়ালা কিছু শোনা হলে একমাত্র কুরআন তেলওয়াতই শোনা হয়। ) মোটামোটি ক্লাস সেভেন এইট থেকে আমি নচিকেতা, সুমন, অঞ্জন আর রবীন্দ্র সংগীতের হাত ধরে গানের জগতের যেই স্বাদ পেয়েছিলাম, সেটা আমাকে বুদ করে রাখতো, সেখান থেকে কখনও বের হতে চাই, তাও ভাবি নি। আমার হার্ড ড্রাইভে গানের সংখ্যা হাজার ছাড়াতো তো অবশ্যই, সিডিতেও ইনভেস্ট করেছি প্রচুর। গান শুনতাম, গাইতাম, শোনাতাম। সুন্দর কোন গানের সন্ধান পেলে সেটা আমাকে ঘন্টার পর ঘন্টা মাতিয়ে রাখতো, নতুন কোন সুরের ভাঁজ আবিষ্কার করতাম, অকারণ মন খারাপ করতাম।

গানের জাস্টিফিকেশন আমার কাছে ছিল এরকম--'এতে কোন ক্ষতি নেই'। হিসেবের ধরণটা একটু বদলিয়েছে গত দুই এক বছরে। এখন জিজ্ঞাসা করার চেষ্টা করি, 'এতে কি কোন লাভ আছে?' প্রথম এই প্রশ্নটা যেদিন করেছি, সেদিন গান আটকে গিয়েছে। রোজার সময় অপ্রয়োজনীয় কাজ কাটছাট করতে গিয়েই তাই গান লিস্টের বাইরে চলে গিয়েছিল। ব্যাপারটা খুব সহজাত ভাবে এসেছে, যেটা আমাকে অবাক করেছে।

গান যে আমার কি ছিল, সেটা আমি জানি বলেই অবাক করেছে! তারপর আর গান টানে নি, গান মিস করি না। স্বস্তি বোধ করি, ব্যক্তিগত জীবনের এমন একটা প্র্যাকটিস যেটা আসলে অন্য কাউকে এফেক্ট করবে না, স্রেফ আমার নিজের ভালো লাগা খারাপ লাগাকে এফেক্ট করতো, সেখানে বিতর্ক (আপনার আমার বিতর্ক না, শরীয়তের বিতর্ক, যেখানে পরকালীন ব্যপার স্যপার জড়িত) থেকে সরে আসতে পেরেছি বলে। তারপর নতুন ল্যাপটপে কোন গান নেই নি, আইপডও গানমুক্ত। বছর দেড়েক হবে মনে হয়। গান সম্পর্কিত ফতোয়া সম্বন্ধে নতুন কিছুই পড়ি নি, কারণ এই ব্যাপারে আমার পড়াশোনা খারাপ ছিল না।

এতটুকু বুঝতাম, এটা ভীষণ রকমের বিতর্কিত এটা এলাকা। কিন্তু যেটা বুঝতাম না, সেটা হচ্ছে, এটা নিয়ে বিতর্ক করার অধিকার আমার নেই, ব্লগে যাদের সাথে বিতর্ক হয়েছিল, তাদেরও নেই। এটা নিয়ে ওভাবে মত প্রকাশ করে বিতর্ক করায় তাই আমি লজ্জিত। আগের পোস্টটা তাই ড্রাফটে চলে গিয়েছে। কারও এ সম্পর্কিত ফতোয়া জানার দরকার হলে অসংখ্য আলেম আছেন চারিদিকে।

এ ব্যাপারে কারও উপর কোন নির্দেশনা আমি চাপিয়ে দিতে রাজি নই! এই পোস্টটা লেখা প্রয়োজন মনে হয়েছে, কারণ, আমি চাই না আমার ব্লগ পড়ে যে গান শুনতে চাইতো না ধর্মীয় কারণে, সেও নিজের প্র্যাকটিস বদলে ফেলে। আমার ওগুলো স্রেফ ব্লগ ছিল, ওয়েব লগ, আমার তাৎক্ষনিক চিন্তাভাবনার লগ, জ্ঞানের অলংঘনীয় উৎস নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।