আমাদের কথা খুঁজে নিন

   

দাও মোরে মুক্তি!

এডিট করুন

রাত্রির যবনিকা একে একে নামিল, আলোকিত গৃহকোণ, উজ্জ্বল উচ্ছল। ধীরে ধীরে লুপ্ত জীবনের জনরোল, কর্মে বিলীন বহু প্রাণগুলো থামিল। একদল ব্যাস্ত, তারা রাত্রিতে ঘামিল। সজ্জিত বাজারে অতিশয় ঝলমল- অগণিত বিপনী; পণ্যের কোলাহল, আঁধারের মহিমা শেষতক দমিল। আলো চাহিনা আমি, সন্ধ্যার সীমানায়, প্রাচীন ধ্বংসস্তুপ খুঁজিতেছি শুণ্যে।

একদা করেছিনু যে স্নান জোৎস্নায়, রাত্রিতে জোনাকিতে মুখরিত অরণ্যে। নগরীর দ্বার খুলে, দাও মোরে মুক্তি! বুঝিয়াছি সবই তব কৃত্তিম সুক্তি! আরেকখান সনেট অপচেষ্টা করলাম। ভুল থাকলে আমার কুনু দুষ নাই। সাম্প্রতিকে পূর্বে প্রকাশিত। আজকে এর প্রথম সংখ্যা বের হয়েছে।

দেখতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।