আমাদের কথা খুঁজে নিন

   

এক বৈশাখে



শান্ত শীতল দিঘীর জলে, টুপ করে যেই ঢিলটা পড়ে, জলতরঙ্গে ঢেউ তুলে যায়; বদলে দিয়ে স্মৃতির কোঠা। তেমনি করে হঠাৎ কি তোর শীতল হওয়া কাকচোখের ঐ হৃদপুকরে, টুপ করে কি হঠাৎ কোনো তরঙ্গ ঢেউ উথলে ওঠে? কষ্টে কি বুক একটু খানি মুচড়ে ওঠে ? বুকের কোনায় অদৃশ্য কোন অচিন বীণার টানটা পড়ে? হঠাৎ কি তোর স্মৃতির পটে, ঝলসে ওঠে পুরণ কোনো , কাব্যকথা অথবা সেই ভর দুপুরে, হঠাৎ আমার ডাকটি পেয়ে, বিতানমলে হঠাৎ ছোটা? পড়ে মনে ঠিক এমনি বোশেখ দিনে, বৈশাখী এক ঝড়ের মত , উথলেছিলো ভালোবাসা; জন্যে তোরি। ঝড়ো হাওয়া থমকে গেছে, হিম বাতাসে আছন্ন তুই, আজকে এখন। তবুও যখন বোশেখ আসে তাকিয়ে হঠাৎ আমার পাশে খুঁজি তোকেই, এক পলকে যাই চলে সেই, রংধনু রং ঝিম বিকেলে আবেশ ধরা, তুই শুধু তুই চারিদিকেই। আসবে আবার আরেকটি ভোর নতুন বছর, নতুন পাখী শোনাবে গান শুধুই চাওয়া তোর চারিধার আলোয় ভরুক হাসি গানে জুড়াক তোর ঐ পাষান পরান। আর এই আমি লুকিয়ে রব এই আঁধারে জন্যে তোরি। শুধুই তোরি জন্যে তোরি। বুকের মাঝে লুকিয়ে নিয়ে, সুপ্ত সে এক ছোট্ট কোনো আগ্নেগিরি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।