আমাদের কথা খুঁজে নিন

   

মন সাগরে

mrchy_84@yahoo.com

মন সাগরে ভাসিয়েছি আমার প্রমোদ তরী সবকিছুই দিয়েই তোমায় দিয়েছি গো ভরি তোমার তরে চাহিয়াই কাটে গো মোর বেলা তোমার চাহনীতে কভু যেন ধরা না দেয় অবহেলা তুমি আমার মনের মাঝে ঝরাও কেবল বৃষ্টি তোমার পায়ের নূপূরে করে অপূর্ব সূর সৃষ্টি জানি নাকো তোমার মনে আছে কি আশা তবু আমায় স্বপ্ন দেখাও বাঁধবো মোরা বাসা মন আমার ঘুমিয়ে থাকা জ্বলন্ত আগ্নেওগিরি যখন তখন জ্বালাতে পারে আমার স্বপ্নের বাড়ি একাকী আমি ভাবি তোমায় সারা দিবা নিশি কভু তুমি স্বপ্ন দেখাবে আমারি কাছে আসি মনের চাবি তোমার হাতে দিলাম আমি তুলে যা যা তোমার নাও গো বুঝে দরজাখানি খুলে মনের যেন নেই কর্ম তোমায় ভাবা ছাড়া তোমার পরশে উঠবে জেগে দাও নাগো সাড়া মন সাগরে উঠেছে ঝড় তোমায় দেখবো বলে তবুও তুমি না দিয়ে সাড়া যাও কেন চলে মন আমার বুঝেও বুঝে না কেবলি তোমায় খোঁজে অশান্ত হয়ে উঠেছে আজ কিছুই যেন না বুঝে মন আমার তোমায় ছাড়া বুঝেনাতো কিছু সারাটি বেলা তোমারি প্রতীক্ষা ছাড়ে না মোর পিছু তুমি আমার মন বাগানে ফুটাও প্রাণের ফুল তোমারি তরে ম্লান হয় যায় আমারি যত ভূল মন সাগরে ভেসে চলেছে আমার রঙিন স্বপ্ন হারিয়ে যেন না যায় কভু করি অতীব যত্ন মন সাগরে লুকিয়ে আছে হিরা মানিকের পাহাড় তবু যেন ছুটেই চলেছে ভ্রুক্ষেপ নেই তাহার মনের মাঝে ঢেউ খেলে যায়, বহে আনন্দের বন্যা তুমি যেন আর কেহ নও আমারি স্বপ্ন কন্যা মনের মাঝে প্রাণের পরশ ছোট্ট একটি আশা এ আর অন্য কিছু নয় আমারি জাগ্রত ভালবাসা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।