আমাদের কথা খুঁজে নিন

   

আজ বৃষ্টি হলেই বৃষ্টি উৎসব, আসুন তুমুল ভিজি

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

বাইরে আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। আহ, বৃষ্টি, প্রচন্ড আঙ্কাখিত বৃষ্টি। যদি বৃষ্টি হয় আসুন আজ সকলে মিলে ভিজি। বৃষ্টি উৎসব করি। বছরের শেষ বৃষ্টিতে ভিজে আগামীর জন্য নিজেকে সব পঙ্কিলতা মুক্ত করি।

নতুন বছরটাকে বরণ করি বৃষ্টি ভেজার উৎসব দিয়ে। যত কষ্ট, বিষাদ, দীর্ঘশ্বাস, সব ভাসিয়ে দিই তুমুল এই ঝড়ে। আমি ভিজবো, অবিরত ভিজবো। আজ বৃষ্টি হলেই ভিজবো। যারা যারা ভিজবেন, এখন থেকে তৈরী হোন।

একটা বৃষ্টি উৎসবের জন্য। চলুন বৃষ্টিতে ভিজি, বৃষ্টি বন্ধি হই শুদ্ধ ভালোবাসার অপরাধে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।