আমি ছবি তুলতে জানি না। ইচ্ছামত মোবাইল ধরে টিপি দিয়ে দিই। এইভাবে কিছু পচা ছবি তোলা হয়ে গেছে। এখন এগুলো লোকজনকে জোর করে ধরে ধরে দেখাই। আজকে আপনাদের দেখাবো।
হে হে হে। ছবিগুলো অনেক বড় ছিল, ২০% ছোট করতে গিয়ে একটু ঝাপসা হয়ে গেছে। আর উপরের বাঘের ছবিটা আমার তোলা না, এটা নেট থেকে পাওয়া।
১. বড় দুই ভাইয়ের পাশে আমি চুপচাপ বসে থাকি। (আমার রুমের পেছনের অংশে)
২. বাড়ির পাশের জঙ্গল।
৩. আরও জঙ্গল।
৪. এই গাছটার নাম হল বাঁদরলাঠি, ফুল ধরেছে।
৫. এগুলো হল বাঁদরলাঠির ফল। এর জন্যই এমন নাম।
৬. রুমের পেছনের আরও একটা গাছ।
৭. ধরণিতে একেলা। বর্ষাকালে এখানে অনেক গাঢ় সবুজ ঘাস হয়, এখন এই একটা গাছ কোনমতে সবুজের চিহ্ন ধরে রেখেছে।
৮. এটা রুমের সামনের আমগাছ। গত বছর এই গাছের আম খেয়েছি অনেক। এবার আম ধরেনি।
৯. বাঁদর লাঠি গাছের আরেকটা ছবি, সাথে আঁকা বাঁকা মেঠো পথ ফ্রি।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।