আমাদের কথা খুঁজে নিন

   

ঘর বাঁধার শপথ নিলেন আনুষ্ঠানিক ভাবে- সানিয়া-শোয়েব

আমি স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মনুষত্বে

খবর শুনেছেন- গুঞ্জন আর শঙ্কা কিন্তু একেবারে মিলিয়ে গেল! সানিয়া এখন মিসেস মালিক। গতকাল হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে কবুল বলে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের ঘরনী হয়েছেন ভারতীয় টেনিস গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা। এমনিতে ১৫ এপ্রিল বিয়ের কথা থাকলেও দু’দিন আগেই বিয়ে করে ফেলেছেন দুই দেশের এই দুই আলোচিত ক্রীড়া তারকা। গতকাল সানিয়ার মুখপাত্র রুচা নায়েক বলছিলেন, ‘বিয়ে শেষ হলো এই মাত্র।

আপনারা দয়া করে এই দম্পতির জন্য দোয়া করবেন। ’ শোয়েব মালিক তার প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার পর থেকে প্রতিদিনই বিয়ের গুঞ্জন শোনা গেছে। গতকাল সেটা বাস্তবতার ছোঁয়া পেলো। বিয়ের আগে হবু বর-কনের এক বাড়িতে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলো হায়দরাবাদের উলামা বোর্ড। তাইতো শোয়েব মালিক বিয়ের আগের দিন চলে গিয়েছিলেন অন্য ঠিকানায়।

সেখান থেকে গতকাল সকালে বরযাত্রী নিয়ে চলে যান তাজ কৃষ্ণ পাঁচতারা হোটেলে। বিয়েতে সানিয়া পরেন লাল শাড়ি! এটি পরেই ২৫ বছর আগে সানিয়া মির্জার মা বিয়ে করেছিলেন। মায়ের সেই শাড়ির সঙ্গে মিলিয়ে অলঙ্কার পরেন ২৩ বছর বয়সী এই টেনিস তারকা। অন্যদিকে ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার নিখিল ও শান্তনুর করা কালো রঙের শেরওয়ানি পরেন ২৮ বছর বয়সী বর শোয়েব মালিক। বিয়েতে পরিবারের খুব কাছের মানুষরাই থাকতে পেরেছেন।

এমনিতে বৃহস্পতিবার একই হোটেলে জমকালো সংবর্ধনা হওয়ার কথা সানিয়া-শোয়েবের। যেখানে আমন্ত্রিত অতিথির সংখ্যা হাজারের কাছাকাছি হতে পারে। তারকা অতিথিদের সঙ্গেও থাকবেন দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠজনরা। তার আগে আজ রাতে গায়ে হলুদ হওয়ার কথা সানিয়ার। বুধবার রাতে পারিবারিক অনুষ্ঠানে গান গাইবেন সানিয়া মির্জার চাচা বিখ্যাত গায়ক তালাত আজিজ।

সেই গজল সন্ধ্যার পরের দিনই হায়দরাবাদের সংবর্ধনা। সেটা শেষ করেই নতুন বউ সানিয়া মির্জাকে নিয়ে শোয়েব মালিক চলে যাবেন তার দেশ পাকিস্তানে। সেখানে তাদের বাড়ি শিয়ালকোটে যাবেন প্রথম। এরপর চলে যাবেন লাহোরে। সেখানে ১৭ এপ্রিল জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে শোয়েবের পরিবার।

জানা গেছে, ওই অনুষ্ঠানে পাকিস্তানের তারকা ব্যাক্তিত্বরা হাজির থাকবেন। সঙ্গে তার জাতীয় দলের সতীর্থরাও থাকবেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে থাকবে সোনায় মোড়ানো মুকুট! ওই অনুষ্ঠানে ৬৫ লাখ রুপি খরচ করছেন শোয়েব। জানা গেছে, জিভে জল আনা পাকিস্তানের একাধিক খাবার থাকবে মেন্যুতে। এমনিতে সানিয়া-শোয়েবের বিয়ে নিয়ে ভারতে তেমন উচ্ছ্বাস নেই।

চিরশত্রু হয়ে ওঠা দেশটির একজনকে বিয়ে করার ব্যাপারটা চেপে যেতে পারলেই যেন তারা বাঁচে। উল্টোদিকে পাকিস্তানে চলছে উৎসব। শোয়েব মালিকের সতীর্থ শহিদ আফ্রিদি বলছিলেন, ‘এটা শোয়েব-সানিয়ার জীবনের স্মরণীয় এক মুহূর্ত। ওদের সুখী জীবন প্রত্যাশা করছি। ওদের পাকিস্তানে বরণ করে নেয়ার অপেক্ষায় আছি আমরা।

’ আফ্রিদি যেন পাকিস্তানের প্রতিটি মানুষের মনের কথাই বলে দিলেন! আমি বাংলাদেশির সকলের পক্ষ থেকে বলতে চাই/আশা করি সানিয়া-শোয়েব এর আগামী পথ চলা মধুর থেকে মধুরতম হয় এটাই প্রত্যাশা। সুখি হও তোমরা সানিয়া-শোয়েব

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।