আমাদের কথা খুঁজে নিন

   

চবি শিক্ষার্থী শুভর পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি

বৃহস্পতিবার বিকালে নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ও তার পরিবারের একজন সদস্যকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়ারও দাবি জানান।
লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রসুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমাবেশ থেকে প্রশাসনকে দেয়া পাঁচ দফা মেনে নেয়ার জন্য অনুরোধ জানানো হয়।
পাশাপাশি দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত পরিবহন শ্রমিকদের বিচার, বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের ছয়টি অ্যাম্বুল্যান্স সচল, চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন করার জন্যও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে ক্যাম্পাসের অভ্যন্তরীণ রুটে বাস সার্ভিস চালু, বিশ্ববিদ্যালয় ১ নম্বর সড়কের বিভিন্ন স্থানে গতিরোধক নির্মাণ, শাটল ট্রেনের বগি বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় পুলিশ ফঁড়ির পরিদর্শক রফিকুল ইসলামকে বদলি।
গত মঙ্গলবার দুপুরে চবি ১ নম্বর গেইট সড়কে মিনিবাস (তরী) ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত হয় হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আহমদ ফজলু মাওলা শুভ এবং অন্য এক শিশু।
গুরুতর আহত হয় আরো পাঁচ জন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।