আমাদের কথা খুঁজে নিন

   

আমি আলো খুজি অন্ধকারে, আশায় আশায়।

* আমি খুজে বেড়াই নিজেকে *

দেশে বিদ্যুত সংকট, পানি সংকট, গ্যাস সন্কট, বাজারে সব কিছুর আকাশ ছোয়া দাম, রাস্তায় ট্রাফিক জ্যাম, বুড়িগংগা-শীতলক্ষা-তুরাগ-বালু-ধলেশ্বরীতে দুষিত পানি, বিনিয়োগ সংকট, বৃষ্টি নাই, বা্ইরে তীব্র তাপে আগুনের হল্কা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হাসপাতালে চিকিৎসা হীনতা, ধর্মশালায় ধর্মহীনতা, সন্ত্রাসী-চাঁদাবাজি, জংগীপনা, ১ বৈশাখে আকাশ ছোঁয়া ইলিশের দাম, রাজাকারের চিৎকার, রাজকারের বাচ্চার আস্ফালন, মন্ত্রীদের অতিকথন, সরকারে কাজের চেয়ে অতি কথন, ছাত্রলীগের মাস্তানী, সংবাদ পত্রের উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন, ব্যর্থ ছাত্রের সাংবাদিক হওয়া, মতলব বাজের সম্পাদক হওয়া কিংবা সম্পাদকের চাঁদাবাজি, টিভিচ্যানেলের উদ্দেশ্য হীন যাত্রা, বিনোদন হীন অনুষ্ঠান, টকশো আর সংবাদের যন্ত্রনা, কিছু মুখোশ ধারী ভালো মানুষের উপদেশ, ভন্ডপীরের ফতোয়া, চিকিৎসা, বিএসএফের গুলিতে বাংলার মানুষ হত্যা, যোগ্যতাহীন লোক কে নেতা বানানোর ওয়ার্কশপ-এ্যাডভারটাইজমেন্ট, তীব্র খরা, পাহড়ীঢলে ধানের ফসল ডুবে যাওয়া, ইভটিজিংয়ের শিকার বাচ্চা মেয়ের মরে যাওয়া, কোন নিষ্পাপ মেয়ের ধর্ষিতা হওয়া, এতিমের টাকা মার প্যাচে মেরে খাওয়া, স্বাধীনতা ঘোষনার মত ননইস্যু নিয়ে ঝাপাঝাপি, সংসদে মারামারি, চরিত্রহীন লোকের ভাল হবার পরামর্শ, বাস চাপায় ছোট্ট ফুলকলির সোনামনির হটাৎ মরে যাওয়া, রাজনৈতিক দলের মায়াজাল-গোপন অভিসার-মুখোশ, ক্ষমতা বানের আস্ফালন এসব নিয়ে আমাদের আবাস।.............................. কষ্ট পাই বুঝতে পারিনা আমার কি অপরাধ.........................................। . . . তার পরও বলি আমি তোমায় ভালোবাসি বাংলাদেশ। আমি অপেক্ষায় থাকি এক দিন আমরাও, আমাদের প্রজন্ম ভালভাবে মাথা উঁচু করে বেচে থাকবে আমারই বাংলাদেশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।