আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন: The History of Medicine ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
Kate Kelly রচিত The History of Medicine বইটির প্রচ্ছদ চিকিৎসাবিদ্যার ইতিহাস অতি চমকপ্রদ; যে ইতিহাসের সূচনা ভেষজবিদ্যার মাধ্যমে। সুপ্রাচীনকালে মানুষ রোগব্যাধিতে কি কি ঔষধ ব্যবহার করত সে বিষয়ে আমরা কৌতূহলী হতেই পারি। Kate Kelly রচিত The History of Medicine বইটি সে কৌতূহলের অনেকটাই নিবৃত্তি ঘটায়।

বইটির অন্যতম বৈশিষ্ট্য এই যে-এই বইটিতে Kelly কেবল পশ্চিম গোলার্ধের চিকিৎসাবিদ্যার ইতিহাস আলোচনা সীমাবদ্ধ রাখেননি-পুবের তথা ভারত ও চিনের চিকিৎসাবিদ্যার ইতিহাসও আলোচনা করেছেন। যার ফলে আমরা জানতে পারি প্রাচীন ভারতীয় চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে বৌদ্ধধর্মের প্রভাবের কথা! যা হোক। The History of Medicine বইটিতে Kelly প্রাগৈতিহাসিক কাল থেকে ৫০০ খ্রিস্টাব্দ অবধি মানবসভ্যতার চিকিৎসাবিদ্যার ইতিহাস আলোচনা করেছেন। বইটির সুন্দর রঙির ছবিগুলি বইটির আকর্ষন অনেক বাড়িয়ে দিয়েছে। আজকাল আমরা যে অসুখ-বিসুখে সুলভ চিকিৎসা পাচ্ছি -তার পিছনে রয়েছে পূর্ব ও পশ্চিমের মেধাবী পর্যবেক্ষণশীল মানুষের দীর্ঘদিনের সাধনা ও গবেষনা।

Kate Kelly রচিত The History of Medicine বইটির ডাউনলোড লিঙ্ক http://www.mediafire.com/?jemmh5oz5dn
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।