আমাদের কথা খুঁজে নিন

   

ইহা একটি প্রেমহীন রোমান্স......

এস এস রঙের দুনিয়ায় , স্বাদ দিব তোমায় বিবর্ণতার..... রাত দশটা , নিরব প্রকৃতি সরব ল্যাপটপের কি বোর্ড ... ২০০৯ থেকে ফেসবুকে ফ্রেন্ড , মাঝে অনি ভাবত অরণী বোধহয় ফেক আইডি , মাঝে দু-বছর কোন এক্টীভিটি ছিলনা অরণীর ফেবুতে, তবুও মিউচুয়াল ফ্রেন্ডগুলো সব এত ক্লোস ছিল অনি রিমুভ করতে গিয়েও পারে নি। ভালই হয়েছে নাহলে কি আর ফ্রেন্ডশিপ হত ... অরনিঃ কিরে ঢাকা আসবি কবে ?? অনিঃ চলে আসব , এক্সাম শেষ হলেই চলে আসব ... অরনিঃ ক্যাম্পাসে আসলে দেখা করিসতোঁ ... অনিঃ সে দেখা হচ্ছেই , ঢাকা যাব আর কার্জনে যাব তা হবে না ... অরনিঃ ওঁকে বাড্ডি , দেখা হচ্ছে তাহলে ... অনিঃ হুম্ম ... দু-দিন পরে ঢাকায় ... অনি ... নীলক্ষেতে বইয়ের ঘ্রানে সময় জ্ঞান লোপ পেয়েছে , হাওয়ায় উড়ে বেড়াচ্ছে অনি ... ভাবছে ইসস কেঊ যদি বলত “এই সব বই তোমার” , ভাবতে ভাবতে দেখে ঘড়ির কাটা বারোটায় পা দিয়েছে...... হাতের কাছে “পাওলো কোহেলকোর” “দ্য আলকেমিস্ট” বইটা পেয়ে কিনে ফেলল , অরণীর ব্যর্থডে গিফট । নিতে নিতে হাসি জেগে উঠল ঠোটের কোনে ,বেচারি নিশ্চয় এটা আশা করেনি ...... অরণীর ডিপার্টমেন্টে গিয়ে ফোন দেয় , ফেবুতে পিকে দেখেছে মেয়েটার মাঝে এক ধরনের তির্যক চাহনি আছে , সারাক্ষন এক দুষ্টু-দুষ্টু ভাব। ভাবতেই অনি দেখে দেখে অরণী চলে এসেছে । অরণীঃ কিরে আসলি ...... অনিঃ হুম চলে আসলাম অরনি বলে চল একসাথে আড্ডা দেই , আমার ফ্রেন্ডস রা আছে অইদিকে । অনিঃ চল ... ছোট ববকাট চুলের এক মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় অরনি “এ হচ্ছে কাশমিয়া, কাশমি বলতে পারিস” কাশমির হঠাত প্রশ্ন “ আচ্ছা , তোমার কি ডি, এস , এল , আর আছে ?? অনি একটু ভড়কে গেল , সাইকিক নাকি ?? , জনালো কিভাবে ?? অরনি হই হই করে উঠে “নেই নেই ওর নেই” অনি মুচকি হেসে চুপটি মেরে থাকে , কাশমি বলে “আসলে , অরণীর সব ফ্রেন্ডের আছেতোঁ , তাই তোমাকে জিজ্ঞাস করছিলেম ” আড্ডা চলে দুর্বার গতিতে ... ঘণ্টা খানেক পর ,একটা ছেলে আসল , দেখে অনি ভাবল হয়ত কাশ্মির বয়ফ্রেন্ড হবে , যেভাবে মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে , অবাক করে দিয়ে কাশমি বলে ঊঠলঃ ভাইয়া, কেমন আছ ?? ফার্স্ট ইয়ার না ?? ল’ কেমন লাগছে ?? এঞ্জয় করছ দেখতেও ছেলেটা বাচ্চা ,সদ্য কৈশোর প্রাপ্ত মনে হচ্ছে ছেলেটাঃ না , আপু কিছু বুছতে পারসিনা ... একটু সমস্যা অয়... উচ্চারণে গ্রাম্যভাব প্রকট , অনি ধরেই নীল প্রথমবর্ষ হবে ... অনি ভাবল একটু স্মারটনেস শো করা দরকার অনিঃ তুমি, কাশ্মিয়া আপুর সাথে যোগাযোগ রেখ , তাহলেই হবে ... একদম অবাক করে দিয়ে , ছেলেটা বলে উঠল “আপু , আফনার ফুইন নাম্বারটা দেন তো” অনি এতটা আশা করেনি , চুপ করে থেকে মজা নিচ্ছিল কাশমিঃ ভাইয়া ফোন নাম্বার তোঁ দেয়া যাবেনা , তুমি ফেসবুক আইডি নিয়ো ছেলেঃ আপু , ফেসবুক কি ? অনি অনেক কষ্টে হাসি চেপে রাখে , হো হো করে হাসির ইচ্ছা দমাতে অনেক কষ্ট হয় কাশমিঃ তুমি জাননা ? তোমার আইডি নেই ?? ছেলেঃ ফেসবুক কি ইন্টারনেট ?? আমারতো নেই অনি ছেলেটার সরলিকরনে মুগ্ধ , সত্যিকার অর্থেই আমাদের প্রজন্মের কাছে ফেবুই সবচেয়ে বড় অন্তরজাল । কাশমিঃ হুম্ম ছেলেঃ আপু , আফনারটা আমারে দেন , আপনি আরেকটা নিয়েন... কাশমিঃ হেসে বলে ফেবুত এমন না যে , একজন আরেকজনের আইডি নিতে পারে না ছেলেঃ কেন , আপু আফনি দিলেই হয়... অনি আবার থাকতে না পেরে উঠে যায় , পেট ফেটে যাচ্ছে , দূরে গিয়ে একটু হেসে আসতে হবে অনিঃ বলে, অরনি আমি একটু আসছি ... এই বলে সামনে আগায় , অরনি ও পিছু পিছু হাটে ব্যালকনিতে বৃষ্টির ছাট গায়ে মাখতে মাখতে হেসে ওঠে অরণীঃ এই পিছে আয় , তোর জ্বর এখন ভাল হইনি ... অনি পিছিয়ে আসে অরণীঃ তুই বাঁকা হেসে বলে , তুই কাহিনী বুজিস নি ?? তাই না অনি এক চোট হেসে , কি কাহিনী ? অরণীঃ ভাইয়া , মাস্টারস এ পড়ে , কাশ্মির বিএফ অনি শকড “কি” ???? অরণীঃ হুম্ম , তোর সাথে মজা নিচ্ছিলাম আমরা ... অনিঃ পাংশু , মুখে তাই ?? অনিঃ ভাইয়ার, অভিনয়ত অসাধারণ ?? অরণীঃ হুম্ম , তুইত , পুরা ধরা খাইছিস ... অনি মনে মনে ধুর পুরা বেক্কল হয়ে গেলাম ......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।