mail.aronno@gmail.com ভুল-বাসনা ফিরে ফিরে এলে মৃত হৃদয়ের ঘ্রাণ ছড়িয়ে পড়ে বিছানা, চাদরে আহা, শরীর শুদ্ধ জেনে এতকাল ছড়িয়েছি বীজ উষর জমিনে খরতাপে শুকিয়ে যাওয়া ত্বক, রক্তের নদী এ আমি কোন গৃহকোণে আঁধার-বন্দি নারী যেন শিকারী কাকের ছদ্মবেশে এভাবে ধুলো জমে জমে ঢেকে গ্যাছে আকাশ পথ ভিন্ন কোনো রঙে যতবার নেমে নুয়ে আসি শরীরের ভারে অচেনা পাখি চিৎকার করে করে বলে 'পাখির শরীরে আটকে পড়া মানুষের হৃদয় জেনেছে কি কাক নিজের আদলে কতটা সে পাখির অধিক ইহকাল, পরকালে' ২৩.০৫.১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।