আমাদের কথা খুঁজে নিন

   

সে গায় ....সায়ান গায়...তার গায়কী স্বরে ....

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। "

সে গায় নিন্দুক বলে কিনা .."সে 'সুমন' কিংবা 'অন্জন" করবো না করবো না তাদের মানভঞ্জন কিন্তু সত্য একটাই সে গায় সে গায়......তার গায়কী স্বরে । লুটেরা,নেতারা,শোষকেরা রাজপথে মরে ন্যাংটা কিংবা খালি পেটে ম্যাংগো পিপল নাচে সান্ত্বনা খোঁজে হয়তো কোন পাখি গান থামিয়ে শোনে হয়তো কোন ঝরা ফুল মাথা উচিয়ে দেখে হয়তো কোন পথিক পথ হারায়ে নূতন পথ খোঁজে গান পাগল কে গায়..কে গায়..........সে গায় ..সায়ান গায় তার গায়কি স্বরে । গানে গানে প্রানের শিরায়, রক্তে লোম কূপে ওঠে ঝড়, সে বাংলার পলির সন্তান.নাইতো কোন ডর ।

গিটার যেন তার নাঙ্গলের ফলা শক্ত আংগুলের টান সুরে জেগে ওঠে জনগনের হতাশা,বঞ্চনার গান। মুখে যতটুকু বলে সে তো না বলা কথার ই বাণ দীপ্ত স্বরে হুংকার ছাড়ে সুঁচ-সুরেলা মাউথ অর্গান গানের কথায় মিস্টি ভাষায় আগুন লেপানো ঘৃনা ভরে সমসাময়িক বিড়ম্বনার গভীর অসন্তোস ঝরে শান্ত, নির্ভীক সে নয়তো 'বব ডিলান' সে আমাদের ক্ষুব্ধ বাংলাদেশের একমাত্র সায়ান। সায়ান গায় সে গায় তার গায়কী স্বরে । লুটেরা,নেতারা,শোষকেরা রাজপথে মরে ন্যাংটা কিংবা খালি পেটে ম্যাংগো পিপল নাচে সান্ত্বনা খোঁজে হয়তো কোন পাখি গান থামিয়ে শোনে হয়তো কোন ঝরা ফুল মাথা উঁচিয়ে দেখে হয়তো কোন পথিক পথ হারায়ে নূতন পথ খোঁজে গান পাগল কে গায়..কে গায়..........সে গায় ..সায়ান গায় তার গায়কী স্বরে । যুগ-যুগান্তরে কত কত শিল্পি এসেছে বাংলার ঘরে ঘরে এক 'সায়ান' আসবেনা জানি কয়েক যুগের পরে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।